চিলাহাটীতে ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেলেও সংস্কারের কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ

আবু ছাইদ, চিলাহাটি(ডোমার, নীলফামারী) প্রতিনিধি ঃ
কাল বৈশাখী ঝড়ের আঘাতে বাড়ী-ঘর, গাছপালা, বিদ্যুতের খুঁটিসহ অনেক স্থাপনা ভেঙ্গে যায়। ব্যক্তিগত স্থাপনাগুলো ব্যক্তি উদ্যোগে পূণর্নিমাণ করা হয়েছে এবং সরকার থেকে ভূক্তভোগীরা কিছু অনুদানও পেয়েছে। কিন্তু সরকারী স্থাপনাগুলো এখনও পূণর্নিমাণ করা হয়নি বা সরকারী ভাবে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
ডোমার উপজেলাধীন চিলাহাটি বাজারের উত্তর সড়ক, তফশিল অফিস সংলগ্ন পিডিবি বিদ্যুতের ১১হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনের খুঁটিটি কাল বৈশাখী ঝড়ে ভেঙ্গে ১মাস অবধি ঝুঁলে আছে। যখন তখন সেটা ভেঙ্গে পড়তে পারে। ভেঙ্গে যাওয়া খুঁটিটির পাশের দোকান ব্যবসায়ীরা বলেন, যেকোন সময়ে খুঁটিটি ভেঙ্গে পড়তে পারে। এতে আমাদের দোকানসহ পথচারী আহত, এমনকি নিহত হওয়ার সম্ভাবনা আছে। কারণ তারা বলেন, এই খুঁটিটি ১১হাজার ভোল্টেজের বিদ্যুৎ সংশ্লিষ্ট। তাদের কেউ কেউ আরও বলেন, পিডিবি বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারীদেরকে বারবার বলা সত্বেও কেউ কোন প্রকার সংস্কারের উদ্যোগ গ্রহণ করেনি। পথচারীদের সাথে কথা বললে তারা বলেন, যেভাবে খুঁটিটি ভেঙ্গে ঝুঁলে আছে, পড়ে গেলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে পথচারী মারা যেতে পারে। অতিদ্রুত এটি সংস্করণের ব্যবস্থা করা প্রয়োজন। বিদ্যুতের খুঁটির পাশ দিয়ে যাতায়াত করতে থাকা পথচারীদের সাথে কথা বললে তারাও বলেন, খুঁটিটির নিচ দিয়ে চলতেই ভয় পাচ্ছি। মনে হচ্ছে এই বুঝি ভেঙ্গে পড়ল। খুঁটিটি দ্রুত সংস্কারের ব্যবস্থা করা জরুরী প্রয়োজন।প্রসংগতঃ উপজেলার চিলাহাটি উত্তর সড়কের তফশিল অফিসের পাশে ঝড়ে ভেঙ্গে ঝুঁলে থাকা পিডিবি বিদ্যুতের ১১হাজার ভোল্টোজের খুঁটিটি বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে আছে। দ্রুত এটি অপসারণ বা সংস্কার না করলে বিপদ এড়ানো সম্ভব হবে না।

পুরোনো সংবাদ

নীলফামারী 3535468101723480562

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item