নীলফামারীতে সকাল সন্ধ্যা পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১ জুন॥
আজ বুধবার নীলফামারী জেলায় সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের যে ডাক দেয়া হয়েছিল তা জেলা বাস-মিনিবাস, ট্রাক ও ট্যাংক-লড়ি শ্রমিক ইউনিয়ন প্রত্যাহার করেছে। মঙ্গলবার রাত ১১টায় জেলা প্রশাসনের হস্তক্ষেপে এটি প্রত্যাহার করা হয়।
নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদল সাংবাদিকদের জানান, নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নামে বেশ কিছুদিন ধরে কিছু যুবক রাস্তায় গাড়ী থামিয়ে চাঁদাবাজি করে আসছে। এটি বন্ধে পৌরসভা কর্তৃকপক্ষকে বলা হলেও তারা কর্ণপাত করেনি। তাই অবৈধভাবে পার্কিংয়ের অভিযোগে এসব গাড়িপ্রতি ৫০ টাকা করে চাঁদা তোলার এ ধর্মঘটের ডাক দিয়ে জেলা প্রশাসনকে পত্র দেয়া হয়েছিল।বিষয়টি জেলা প্রশাসনের পক্ষে সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে অবগত করে। বিষয়টি সমাধানের আশ্বাসের প্রেক্ষিতে সকাল সন্ধ্যা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7000897241728327277

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item