ছুটির মধ্যেও ইবিতে পরীক্ষা অনুষ্ঠিত

হুমায়ুন কবীর জীবন,ইবি প্রতিনিধি:
দীর্ঘ ৪৬ দিন ছুটির মধ্যেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাস ছুটি ঘোষণা করায় শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও বৃহ¯পতিবার পাঁচটি বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ইংরেজী, ব্যবস্থাপনা, অর্থনীতি, পরিসংখ্যান ও মার্কেটিং বিভাগে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুুষ্ঠিত হয়েছে। ছুটির মধ্যে পরীক্ষা দিতে পেরে শিক্ষার্থীরা তাদের বিভাগীয় চেয়ারম্যানদেরকে স¦াগত জানিয়েছে।

এ ব্যাপারে ইংরেজী বিভাগের ৩য় বর্ষের পরীক্ষার্থী রবিউল ইসলাম পলাশ বলেন, পরীক্ষা দিতে পেরে বিভাগীয় স্যারদের স্বাগত জানাই। বিগত সময়ে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকার কারনে আমাদের যে একাডেমিক ক্ষতি হয়েছে তার কিছুটা হলেও পুষিয়ে নেয়া যাবে।

ব্যবস্থাপনা বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহবুবুল আরফিন বলেন, বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনার কারনে সৃষ্ট সেশনজট কমানোর অংশ হিসেবে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি, যাতে শিক্ষার্থীরা একাডেমিক কোন সমস্যায় না ভোগে।

ভিসি প্রফেসর আবদুল হাকিম সরকার বলেন, বিভাগীয় শিক্ষকদের অনুমতি দেওয়া হয়েছে, তারা চাইলে ৩জুন পর্যন্ত পরীক্ষা নিতে পারবে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2822437822339806757

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item