রাজধানীর উত্তর বাড্ডার ভয়াবহ আগুন

ঢাকা:
রাজধানীর উত্তর বাড্ডার প্রিমিয়াম প্লাজায় বড় ধরনের আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৪তলা ওই ভবনে আগুন লাগে। টানা ৫ ঘণ্টা চেষ্টার পর বুধবার সকাল ৮টার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে আগুন পুরোপুরি নেভাতে এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন রাত ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ভোর ৭টা দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুন পুরোপুরি নেভাতে এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। তিনি জানান, আগুনের এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ভবনটির প্রথম চার তলায় আসবাবপত্রের দোকান ছিল। সেখানে ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই ভবনের বাসিন্দারা ছাদে আশ্রয় নেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে অনেককে উদ্ধার করেছেন।ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, ভবনের নিচের ফ্লোরগুলোতে বেশ কিছু আসবাবপত্রের দোকান থোকায় আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বেগ পেতে হয়।ঘটনারস্থল থেকে বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন জানান, আগুনে কেউ আহত হননি। বাসিন্দাদের অনেকে আগুন লাগার পর ছাদে উঠে আটকা পড়লেও পরে তাদের উদ্ধার করা হয়। 

পুরোনো সংবাদ

প্রধান খবর 7877227775730699544

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item