উন্নয়ন কর্মকান্ড তুলে না ধরায় রংপুরের খলেয়ায় আ’লীগ প্রার্থীর পরাজয় ,আজ নির্বাচন গঙ্গাচড়ায় সদরে মমিনপুরে

হাজী মারুফ :

আজ গঙ্গাচড়া ও সদরে মমিনপুরে ইউপি নির্বাচন এদিকে  রংপুরে ৫ম ধাপের ইউপি নির্বাচনে সদর উপজেলার খলেয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভরাডুবিতে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ কর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে ।  প্রাপ্ত সুত্রে জানা যায়, খলেয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত উচ্চ শিক্ষিত জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জাকিরকে নৌকা প্রতীক দেওয়া হয় । নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের প্রথম দিকে ব্যাপক জোয়ার উঠলেও পরে ভাটা পড়তে পড়তে তলানিতে গিয়ে ঠেকে ।  নির্বাচনের ভোটযুদ্ধে আ’লীগ নৌকা প্রতীক নিয়ে ৩৬শ কিছু বেশী ভোট পেয়ে তৃতীয় অবস্থান নেমে আসে । এদিকে খলেয়া তৃর্ণমূলের  নেতা কর্মীরা এ প্রতিবেদককে অভিযোগ করে বলেন, বিগত সময়ে এই ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আ”লীগ সমর্থিত তোফা ছিলেন । কিন্তু সরকারের সারাদেশে যে উন্নয়ন করেছে তার ছোয়া লেগেছিল খলেয়াতে তাহলে নির্বাচনের পরাজয়ের কারণ কি? এ প্রশ্ন কুড়ে কুড়ে খাচ্ছে । নাম না প্রকাশ করার শর্তে শতাধিক কর্মী বলেছেন, এই ইউনিযনের নির্বাচনে বড় ছোট মিটিংয়ে রংপুর জেলা আ”লীগের সাধারণ সম্পাদক এ্যাড.রেজাউল ইসলাম রাজু, জেলা আ’লীগের শ্রম সম্পাদক গাহারুল,মহানগর আ”লীগের সভাপতি শাফিয়ার রহমান শাফি,নর্বনিবাচিত সেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি সহ বিভিন্ন নেতা বক্তব্যই দিয়েছেন । কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে কেহ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে ভোট নিতে সক্ষম হননি । দলের কোন বিদ্রোহী প্রার্থীও ছিলনা জাকির শিক্ষিত যোগ্য প্রাথী হয়েও জয় পাননি । অথচ সদ্য বিএনপি থেকে জাতীয়পার্টিতে যোগদানকারী ফারুক লাঙ্গল প্রতীক নিয়ে জয়লাভ করেন । এদিকে এ পরাজয়ের ফলে রংপুর জেলা আ’লীগের বিভিন্ন নেতা কর্মীরা গঙ্গাচড়ার ৯টি ইউপিতে নৌকা প্রাথীদের পক্ষে ব্যাপক প্রচারণা ও সরকারের উন্নয়নের কথা তুলে ধরছেন । খলেয়া থেকে শিক্ষা নিয়ে নেতারা এখন গঙ্গাচড়ায় সভা সমাবেশ নিয়ে ব্যস্ত । কিন্তু ওখানে বিপাকে আ”লীগ বিদ্রোহী প্রাথীকে নিয়ে।  বেতগাড়ীতে আ”লীগে বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র এগিয়ে দেব দুলাল, মনিরুজ্জামান মনি নৌকা প্রাথীর চেয়ে এগিয়ে আছের  ,কোলকোন্দ ইউপিতে. আ’লীগ বিদ্রোহী স¦তন্ত্র তায়েম চৌধরী, আব্দুর রউফ নৌকা প্রাথীর চেয়ে এগিয়েআছেন , মর্ণেয়ায় আ’লীগ বিদ্রোহী স¦তন্ত্র জিল্লুর নৌকা প্রাথীর চেয়ে এগিয়ে আছেন।লক্ষীটার ইউপিতে আ’লীগ বিদ্রোহী স¦তন্ত্র ফয়সাল নৌকার চেয়ে এগিয়ে আছেন ।  বড়বিল ইউপিতে আ’লীগ বিদ্রোহী স¦তন্ত্র এ্যাড রেদওয়ানুল হক রাসেল নৌকা প্রাথীর চেয়ে এগিয়ে আছেন , নোহালী ইউপিতে আ’লীগ বিদ্রোহী স্বতন্ত্র ৩ বারের চেয়ারম্যার আব্দুল কাদের নৌকা প্রাথীর চেয়ে এগিয়ে আছেন  । হিমসিম খেতে হচ্ছে উপজেলা আ”লীগ ও জেলা আওয়ামী লীগকে । দল থেকে বহিস্কার করা হয়েছে আ’লীগ বিদ্রোহী প্রাথীকে । তবুও নির্বাচন থেকে সরে দাঁড়ায়নি  বিদ্রোহী প্রাথীরা । এ প্রতিবেদককে বলেন, দল যোগ্য ব্যক্তিদের নামের লিস্ট ঢাকায় পাঠায়নি, তাই আজ দলের চরম খারাপ  অবস্থ্া দেখা দিয়েছে । দল বিদ্রোহী প্রাথী দলে সমর্থকদের  বহিস্কার করার পরও তারা দলকে ভালোবেসে যাচ্ছেন । আ”লীগ নেতা কর্মীদের ওহেতুক কারণের সুযোগ কাজে লাগাচ্ছে জাতীয়পাটির্র তাদের প্রাথীদের জযের জন্য । ইতোপুর্বের নির্বাচনগুলোতে রংপুরের প্রায় সব উপজেলায় জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে । এদিকে এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেন, খলেয়ার নির্বাচনে ওয়ার্ড কমিটির নেতারা ভোট চায়নি খুলি বৈঠকগুলোতে । এবং নীতিনির্ধারকরা ্ওই বৈঠকগুলোতে  সরকারের সাফল্যের কথা তুলে ধরা হয়নি তাই পরাজয়ের মুল কারণ । অন্য এক প্রশ্নের জবাবে তিনি এ প্রতিবেদককে  বলেন, উদাহরণ রাশেক রহমান এতবড় নেতার ছেলে হয়েও প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছেন নৌকার সরকারের সাফল্যর কথা বুঝিয়েছেন  তাই মিঠাপুকুরে ১৭ ইউপিতে আ’লীগের প্রাথীদের জয় হয়েছে । শিক্ষা নেওয়ার অনেক কিছ’ আছে? জেলা আ”লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন এর সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি ।

পুরোনো সংবাদ

রংপুর 7457590651758069756

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item