ইউপি নির্বাচন সুষ্ঠু হয়েছে : সিইসি

ডেস্কঃ
বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে দেশের কয়েকটি এলাকায় কিছু সহিংসতা ও অনিয়মের ঘটনা ঘটলে সামগ্রিকভাবে এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি)  নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপে ভোটগ্রহণ শেষ হওয়ার পর আজ শনিবার বিকেলে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সমাজে অস্থিরতা বেড়েছে এ কারণে নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটছে। ষষ্ঠ ধাপের নির্বাচন সামগ্রিকভাবে উন্নতি হয়েছে বলেও দাবি করে তিনি বলেন, আজকের ৬৯৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৩৬টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।সিইসি বলেন, সামাজিক অস্থিরতার কারণে সবকিছুর দাম বেড়েছে কিন্তু একমাত্র মানুষের জীবনের দাম কমেছে। এ পরিস্থিতি থেকে বের হতে হলে সামাজিক পরিবর্তন দরকার। এ কারণে গণমাধ্যমসহ সবাইকে এগিয়ে আসতে হবে। নির্বাচনে সংঘাতের কারণ সম্পর্কে বলেন, প্রার্থীরা নিজেদের যোগ্য ভাবেন। ভোটাররা তাদের সম্পর্কে কি ভাবেন সেটা মাথায় রাখেন না। তাছাড়া যেকোনো উপায়ে জিততে চান তারা। এটাই সহিংসতার কারণ। তিনি আরও বলেন, রাতে ব্যালটে সিল মারার সংস্কৃতি ষষ্ঠ ধাপে একেবারেই বন্ধ হয়েছে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 3371065916992672979

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item