পাগলাপীরে জমেছে ঈদের কেনাকাটা

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি ঃ
আসন্ন ঈদ উৎসবকে ঘিরে জমে উটেছে রংপুরের ব্যস্ততম বানিজিক বন্দর পাগলাপীরের বিভিন্ন শপিং কমপ্লেক্সের শাড়িঘর, বস্ত্রবিতান, সু-স্টোর, কসমেটিক সহ নানা প্রসাধনীর দোকানে কেনাকাটা। প্রত্যহ সকাল ৮টা থেকে রাত্রী ১০ টা পর্যন্ত পাগলাপীর অঞ্চলের কিশোর কিশোরী, তরুন-তরুনী আবাল বৃদ্ধ বনিতা সহ বিভিন্ন বয়সের ক্রেতা সাধারনের পদ চারনায় মুখরিত হয়ে উঠেছে পাগলাপীর বন্দরের বিভিন্ন শপিং কমপ্লেক্সর দোকান পাট। পবিত্র  ঈদুল ফিতর উৎসবের এখনো ১৮/১৯ দিন বাকি থাকলেও এবার ঈদে কেনাকাটা আগে ভাগে জমে উটায় ব্যবসায়ীদের মাঝে জেগে উঠেছে আশার আলো। অথচ গত রমজানের ২০/২৫ দিন অতিক্রম হলেও বেচা  বিক্রি জমে না  উঠায় হতাশায় পড়েন ব্যবসায়ীরা। কিন্তু এবার সেই চিত্র পাল্টে গেছে, মাহে রমজানের ১/২ দিন যেতে না যেতেই পাগলাপীর বন্দরে বিভিন্ন শপিং কমপ্লেক্সের দোকানে কেনা কাটার ধুম পড়েছে। সরেজমিনে শুক্রবার পবিত্র মাহে রমজানের নবম দিনের ভাই ভাই মার্কেট (চেয়ারম্যান মাকেট) স্কুল কলেজ সুপার মার্কেট, মাজার গলি সহ বিভিন্ন শপিং কমপ্লেক্সের দোকানে ঘুরে দেখা গেছে নারী ক্রেতারা পরিবারের সকলকে নিয়ে কেনাকাটা করছেন। বিশেষ করে প্রবাসী, চাকুরী জীবি, সুদের ব্যবসায়ী ও নি¤œ আয়ের পরিবারের সদস্যরা স্বাচ্ছন্দে কেনাকাটা করলেও মাঝারী কৃষক পরিবারের ক্রেতাদের এখনও জমে উঠেনি তাদের কেনাকাটা। তবে ব্যবসায়ী মহলরা আশা করছেন অচিরেই এইসব কৃষক পরিবারে সদস্যদের দেখা যাবে কেনাকাটায়।

পুরোনো সংবাদ

রংপুর 2887231962143492711

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item