ঈদে ঘরে ফেরা ডোমারের যাত্রীদের জন্য সুখবর

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ
দেশের বিভিন্ন স্থান থেকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের জন্য নীলফামারীর ডোমার থানা পুলিশ একটি সুখবর নিয়ে এসেছে। রাতে দুর পাল্লার গাড়ীতে করে এসে  ডোমারে যে সব যাত্রী নামবেন তাদের জন্য ভোরে রাতে বিশেষ নিরপত্তার জন্য একটি বিশ্রামগারের ব্যবস্থা করা হয়েছে। সকাল হবার পর যাত্রীরা  নির্বিঘেœ ও নিরাপদে নিজবাসভবনে যেতে পারেন এই চিন্তা মাথায় রেখে এই ব্যবস্থা করেছেন ডোমার থানার ওসি । 
আজ বৃহস্পতিবার (৩০ জুন) বিকাল ৪টায় ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রহমান রাজু ডোমার উপজেলা থেকে যে সকল ঢাকা,কুমিল্লা, চট্রগ্রাম, নারায়গঞ্জ,সায়েদাবাদ চলাচলকৃত কোচ কাউন্টারের এজেন্ট রয়েছে তারা সহ ডোমার মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে মতবিনিময়ের মাধ্যমে ঈদ উপলক্ষ্যে এই বিশেষ ব্যবস্থার আয়োজন করেছেন।
ডোমার থানা ক্যাম্পাসে মতবিনিময় সভায় নাবিল,হানিফ,কেয়া,রোজিনা,শ্যামলী, জিসা,নাদের,সহ বিভিন্ন কোচ কাউন্টারের এজেন্টরা এই ডোমার থানার ওসির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সকল প্রকার সহযোগীতা করার আশাবাদ ব্যক্ত করেন।  
ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রহমান রাজু জানান আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন স্থানে কর্মরত মানুষজন পরিবার পরিজন নিয়ে অনেকে রাতের কোচে গ্রামের বাড়িতে আসেন। ঈদে ঘর ফেরা মানুষের যাতায়াত নির্বিঘœ করার জন্য সড়ক পথে চুরি, ডাকাতি, ছিনতাই, পকেটমার, মলম পার্টি ও অজ্ঞান পার্টির দৌড়াত্ব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে তিনি এই মতবিনিময় সভা করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী ভোর রাতে যেসব যাত্রী ডোমারে এসে নামবেন তারা যাতে সে সময় বাড়ির পথে না গিয়ে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন তার জন্য একটি বিশ্রামগারের ব্যবস্থা করা হয়েছে। সেখানে যাত্রীরা সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন। ওসি জানান ডোমার মোটর শ্রমিক ইউনিয়নের নেতা সেলিমুর রহমান সেলিম এ জন্য মোটর শ্রমিক ইউনিয়নের অফিসটি ঈদের এই সময়ের জন্য যাত্রীদের বিশ্রামগার হিসাবে ব্যবহারের জন্য খুলে দিয়েছেন। এখানে সকল যাত্রী নিরাপক্তার পাশাপাশি নির্মিঘেœ নিজ বাড়িতে পৌছাতে পারবেন। ওই সময়ে যাতে যাত্রীদের কোন চুরি, ডাকাতি, ছিনতাই, পকেটমার, মলম পার্টি ও অজ্ঞান পার্টির ক্ষপ্পরে পড়তে না হয়।
এদিকে ডোমার মোটর শ্রমিক ইউনিয়নের নেতা সেলিমুর রহমান সেলিম জানান ডোমার থানার ওসির এমন চিন্তা চেতনার সাথে তিনি সহ সকল কোচ কাউন্টার এজেন্টরা একমত হয়ে যাত্রীদের নিরাপক্তার বিষয়টি গুরুত্ব দিয়েছে। সেই সাথে দেশের বিভিন্ন স্থান থেকে দুর পাল্লার কোচ গুলো রওনা দেয়ার  সাথে সাথে কোচের সুপারভাইজার গণ যাতে যাত্রীদের ঘোষনার মাধ্যমে জানিয়ে দেন কোন যাত্রী অপরিচিত ব্যাক্তির দেয়া কোন খাবার খাবেন না। ডোমারে ভোর রাতে যে সব যাত্রী নামবেন তাদের স্ব স্ব কোচ কাউন্টার এজেন্টরা বিশ্রামাগারে তাদের পৌছে দিবেন। বিশ্রামাগারে সামনে পুলিশ নিরাপক্তার দায়িত্ব পালন করবেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 383253141498460898

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item