ডোমার চিলাহাটি রাস্তার বেহাল দশা!! লাখো মানুষের দূর্ভোগ

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমার চিলাহাটির মেইন সড়কের বেহাল দশা!! লাখো মানুষের দূর্ভোগ, কর্তৃপক্ষ নিরব। খানা খন্দক আর ভাঙ্গা চুড়ার কারনে জনসাধারনের চলাচল বিঘিœত ও যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। বিশেষ করে স্কুল/কলেজের কোমলমতি শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই মায়া মার্কেট থেকে শুরু করে শালকী ব্রীজ পর্যন্ত রাস্তার পার্শ্বের দোকানদাররা ড্রেনের মুখ বন্ধ করে দিয়ে পানি জমে কাঁদা মাটিতে একাকার হয়ে যায়। সৃষ্টি হয় জলাবদ্ধতা। ডোমার, চিলাহাটি, মির্জাগঞ্জ এর প্রধান সড়ক এই রাস্তায় প্রায় দূর্ঘটনা ঘটেই চলেছে। গত বছর রাস্তার অবস্থা হাটু কাঁদা জলে ভড়া ছিল। প্রায় তাতে ট্র্যাক, বাস, টলী উল্টে যেতো। এলাকাবাসী রাস্তায় ধানগাছ লাগিয়ে প্রতিবাদ করায় পৌর সভা থেকে ইটের টুকরা দিয়ে দায় সাড়ে। অদ্যবদী কোন কাজ না হওয়ায় পথচারীরা প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন। এবিষয়ে উপজেলা চেয়ারম্যান, পৌর কর্তৃপক্ষ নিরব দর্শকের ভুমিকা পালন করছে বলে ভ’ক্তভুগীরা জানান। অতিস্বত্তর রাস্তাটি পূর্ণনির্মাণ ও সংস্কারের জোর দাবী জানান ডোমার, মিরজাগঞ্জ ও চিলাহাটি বাসী।

পুরোনো সংবাদ

নীলফামারী 3602066399459443984

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item