ডিমলায় জমি দখলকে কেন্দ্র করে ২ জন গুরুতর আহত

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ

নীলফামারী ডিমলা উপজেলাা ৮ নং দক্ষিন ঝুনাগাছ চাপানী ইউনিয়নে গত ০১ জ্নু সকালে জমি দখলকে কেন্দ্র করে একটি সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়।আহত দুজন হলেন তালিমুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী আমিনা বেগম (২৯) । আহত তালিমুল ইসলাম ঝুনাগাছ চাপানী ইউনিয়নের মৃত শহির উদ্দিনের ৩য় পুত্র তালিমুল ইসলাম। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করায়।এ বিষয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং- (২৩১)। মামলা সূত্রে জানা যায়, উক্ত ইউনিয়নের দক্ষিন ঝুনাগাছ চাপানী মৌজার জেল নং- ৫০, খতিয়ান নং- ৪০৭, দাগ নং- ৫০৫৩, জমির পরিমান ৮ শতাংশ। অভিযোগকারী তালিমুল ইসলাম বলেন আমার জমির সীমানার চিহ্ন (আইল) কেটে নিচিহ্ন করে জমি জবর দখলের চেষ্টা করে তালিমুলের বড় ভাই মুরাদ হোসেন। এ বিষয়ে তালিমুল বাধা দিলে মুরাদ হোসেন (৫০) ও তার পুত্র মাসুদ রানা মানিক (২১) কন্যা মুলকি আক্তার (১৯) স্ত্রী মাসুদা বেগম (৪০) তার সাঙ্গপাঙ্গ সহ লাঠি শোঠা ছোরা বল্লম দিয়ে আঘাত করেন। এতে তালিমুল ইসলাম ও স্ত্রী গুরুতর আহত হন। তালিমুলে বাম চোখের উপরে কপালে এবং কাধে ছোরার আঘাত লাগে এবং তার স্ত্রী কে স্বাসরুদ্ধ করে হত্যার চেষ্ঠা করা হয় এবং তার গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইন ছিড়ে নেয়। পুলিশ ঘটনার স্থান পরিদর্শন করেছেন তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

পুরোনো সংবাদ

নীলফামারী 8082037816930320114

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item