ডিমলায় পিতার অভিযোগে পুত্রের কারাদন্ড।

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া গ্রামের নুর আলম শাহ্ এর পুত্র সোহেল শাহ্ (৩২)  কে ১৫ ই জুন বুধবার দুপুর ১২.৩০ টার দিকে পিতার অভিযোগের প্রেক্ষিতে ডিমলা উপজেলা ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ভূমি কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উল্লেখ্য যে,সে র্দীঘদিন যাবত মাদকদব্য সেবন করে আসছে। সম্প্রতি নেশাদব্য কেনার জন্য তার পিতা, মাতা ও স্ত্রীর কাছে অর্থের জন্য চাপ প্রয়োগ করে এবং সংসারে অশান্তি সৃষ্টি করে। এ বিষয়ে তার অভিভাবক মহল থেকে নেশার জগত থেকে ফিরিয়ে আনার চেষ্ঠায় ব্যর্থ হয়ে তার পিতা ডিমলা থানায় অভিযোগ দায়ের করলে ডিমলা উপজেলা ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র রায় উপজেলা ভূমি কর্মকর্তা ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন খান বলেন,১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২৬ ধারায় বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ডিমলা থানার মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 8632407563704033261

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item