আগামী ২, ৩ ও ৪ জুলাই বাণিজ্যিক ব্যাংক খোলা

নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ২, ৩ ও ৪ জুলাই শনি, রবি ও সোমবার ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যবসায়ীদের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থাপনায় আগামী ২, ৩ ও ৪ জুলাই বাণিজ্যিক ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার ব্যবসায়ীদের শীষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করে অনুরোধ জানালে গভর্নর তাদের এ অনুরোধে সারা দেন। এর আগে রবিবার লাইলাতুল ক্বদরের পরদিন ৪ জুলাই সোমবার সব সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
তবে ২ ও ৩ জুলাই তৈরি পোশাক শিল্পঘন এলাকায় ব্যাংকগুলোর শাখা খোলা রাখার নির্দেশনা দেয়া হয়। চাঁদ দেখা সাপেক্ষে এবার ৬ জুলাই বুধবার ঈদ ধরে ৫, ৬ ও ৭ জুলাই রোজার ঈদের ছুটি নির্ধারিত আছে। আর ৩ জুলাই রবিবার লাইলাতুল কদরের ছুটি। তার আগে দুদিন শুক্র ও শনিবার হওয়ায় কার্যত ছুটি শুরু হচ্ছে ১ তারিখ থেকেই। আবার ঈদের ছুটি শেষে ৮ ও ৯ জুলাই শুক্র ও শনিবার। ঈদের পর ১০ জুলাই প্রথম অফিস করবেন সবাই। সার্কুলারে জানানো হয়েছিল, সরকারি অফিসের মতোই এবার ১৬ জুলাই শনিবার সব ব্যাংকও খোলা থাকবে। তবে সে সার্কুলারটির বিষয়ে কিছু না বললেও এখন আর সেটি কার্যকর থাকছে না বলেই ধারণা করা হচ্ছে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 6866505147418975341

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item