২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

ডেস্কঃ
আবারও পেছানো হলো আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। এবার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ও ২৩ অক্টোবর সোম ও মঙ্গলবার। আজ শনিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার একটি বিশ্বস্থ সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়াও এ সভায় দলের ২০তম জাতীয় সম্মেলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে সূত্রটি। অবশ্য এর আগেও আরও ২ দফায় পেছানো হয়েছে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের এ তারিখ।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের কেন্দ্রীয় সম্মেলনের প্রথম তারিখ নির্ধারণ করেছিল গত ২৮ ও ২৯ মার্চ। তার পর দেশব্যাপী ইউপি নির্বাচনের কারণে সম্মেলন সাড়ে ৩ মাস পিছিয়ে ১০ ও ১১ জুলাই সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। গত ২০ মার্চ রবিবার গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রারম্ভিক বক্তব্যে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দেন, ২৮ মার্চ সম্মেলন হচ্ছে না। বৈঠকে আলোচনা করে নতুন তারিখ ঠিক করা হয় ১০ ও ১১ জুলাই।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1173263142151830281

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item