২০ ক্রিকেট জুয়াড়ি আটক ভ্রাম্যমাণ আদালতে হাজির ৯,এক জনের ১ মাস, আটজনের ৭ দিন বিনাশ্রম কারাদন্ড

মো. জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

আইপিএল ক্রিকেট জুয়া খেলার অপরাধে ২০ জনকে আটক করেছে পুলিশ। গত ৭ মে রাতে আটককৃত জুয়াড়ির ১১ জনকে নগদ মোটা অংকের বিনিময়ে ছেড়ে দিয়ে  ৯জনকে ৮ মে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদের মধ্যে ভ্রাম্যমাণ আদালত একজনকে ১ মাস ও বাকি ৭ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
জানা যায়, সারাদেশের ন্যায় সৈয়দপুরেও আইপিএল ক্রিকেট জুয়া খেলার প্রভাব পড়ে। এ প্রভাবের অংশ হিসেবে শহরের বাঙ্গালীপুর নিজপাড়ার দারুল উলুম মাদ্রাসা মোড় এলাকার এক খড়ির গোলায় বসে জমজমাট জুয়ার আসর। জুয়ার আসক্তি বন্ধে পুলিশকে অভিযোগ দায়ের করা হলে পুলিশের এসআই আব্দুল আজিজ ও এটিএসআই তোফায়েল আহমেদ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ২০ জনু জুয়াড়িকে আটক করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে রাতেই ১১ জনকে নগদ মোটা অংকের জরিমানায় ছেড়ে দিয়ে পরদিন ৮ মে ৮জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গী শহরের ইসলামবাগ এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে আসফাক আহমেদ (৫২) কে ১ মাস ও শহরের বাঙ্গালীপুর নিজপাড়ার মৃত মকবুলের ছেলে আমিন (৩৬) ছমদ্দি মামুদের ছেলে লুৎফর রহমান (৪৮), গফুর উদ্দিনের ছেলে আবেদ আলী (৩০), পুরাতন বাবুপাড়ার মৃত আব্দুল কাসেমের ছেলে নওয়াব (৩০), ইউসুফের ছেলে মোনা (২৬), অফিসার্স কলোনীর আব্দুল্লাহর ছেলে শাহজাদা (২২), হাতিখানার তোফাজ্জলের ছেলে আরমান (২৮) ও কুজিপুকুর জিয়া বাজারের আব্দুল হামিদের ছেলে হাফিজুল (২৩) কে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 2067071784368547174

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item