কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড সৈয়দপুরে শতাধিক ঘরবাড়ি


মো. জহুরুল ইসলাম খোকন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি



কালবৈশাখী ঝড়ে সৈয়দপুরে প্রায় শতাধিক ঘরবাড়ি, গাছপালা লন্ডভন্ড হয়েছে। গত ১৫ মে রাতে কালবৈশাখীর ঝড়ে ওইসব ঘরবাড়ি লন্ডভন্ড হয়।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঝড়ের পর থেকে পল্লী বিদ্যুৎ ও পিডিবির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ারও দৃশ্য চোখে পড়ে। রাস্তার গাছপালাও ভেঙ্গে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানসহ অনেক ঘরবাড়ির টিনের চালা উড়ে যাওয়াসহ অনেকের ঘরের প্রাচীরও ভেঙ্গে যায়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উপজেলার কামারপুকুর ইউনিয়নে।
ইউনিয়নটি ঘুরে দেখা গেছে প্রায় অর্ধ শতাধিক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চালা উড়ে গেছে। কয়েকশ গাছপালা ভেঙ্গে পড়েছে, প্রাচীর ভেঙ্গে পড়েছে। কামারপুকুর নতুন ডাঙ্গাপাড়া এলাকার এক পরিবারের জয়গুনের একটি, জয়নালের দুটি, আয়নালের একটি ও মহেশ চন্দ্রের একটি ঘরের চাল ঝড়ে উড়ে গেছে। সেই সাথে ঝড়ে যাবতীয় আসবাবপত্র ভেঙ্গে চুরমার হয়েছে। যার ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা। ক্ষতিগ্রস্থরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। 

পুরোনো সংবাদ

নীলফামারী 8166521847674453591

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item