পাগলাপীরে বৃষ্টির কারনে ড্রেন নির্মান ধীরগতিতে চললেও ভোগান্তিতে বিভিন্ন পরিবহনসহ পথচারীরা॥


হাবিবুর রহমান সেলিমপাগলাপীর প্রতিনিধিঃ
অব্যাহত বৃষ্টিপাতের কারনে রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে জলঢাকা ডালিয়া বুড়িমারী সড়কে পানি নিস্কাশনের জন্য নির্মানাধীন ড্রেনের কাজ ধীর গতিতে চলায় ভোগান্তির শিকার হচ্ছেন বিভিন্ন পরিবহনের চালক শিক্ষার্থীসহ পথচারীরা। জানাগেছে চলতি মাসের পহেলা মে থেকে শুরু হয়েছে পাগলাপীর বন্দরে জলঢাকা ডালিয়া বুড়িমারী সড়কের দক্ষিন পাশ্বে চলছে ড্রেন নির্মানের কাজ। টানা কয়েকদিনের বৃষ্টির পানি ড্রেনের বক্সের ভিতরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পরায় ড্রেন নির্মানের কাজ ধীর গতিতে চলছে। এদিকে অব্যাহত বৃষ্টির কারনে নির্মানাধীন ড্রেনের কাজ ধীন গতিতে চলায় বিপাকে পড়েছেন ঐ সড়কে চলাচলরত বাস কোচ ট্রাক কার মাইক্রো অটো সিএনজি সহ নানা হালকা পাতলা জানবাহনের চালক স্থানীয় শিক্ষার্থী সহ পথচারীরা। সরেজমিনে গত সোমবার ঘুরে দেখা গেছে নির্মানাধীন ড্রেনের বক্সের কেটে ফেলা মাটি ও পাথর সহ বিভিন্ন উপকরন সড়কের পাশে রেখে দেওয়ায় সড়কে চলাচলে বাধা বিঘেœর সৃষ্টি হওয়ায় ভোগান্তির স্বীকার হচ্ছে বিভিন্ন পরিবহনের চালকসহ শিক্ষার্থী পথচারীরা।

পুরোনো সংবাদ

রংপুর 9177348970393521832

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item