এক মণ ধানে এক কেজি মাংসও মিলছেনা

ফজলুর রহমান,পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

বোরো কর্তনের ভরা মৌসুমে ধানের ধর পতন হওয়ায় রংপুরের পীরগাছায় এক মণ ধান বিক্রি করে এক কেজি মাংস মিলছে না।
জানা গেছে, চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হলেও বাজারে ধান বিক্রয়ের সময় কৃষক ন্যায্য মূল্য না পাওয়ায় লোকশান গুনতে হচ্ছে। বর্তমান বাজারে প্রতিমণ মোটা ধান (হাইব্রিড) বিক্রয় হচ্ছে ৩ শত থেকে সাড়ে তিনশত আর চিকন ধান (ব্রি-২৮) বিক্রয় হচ্ছে ৪ শত থেকে সাড়ে চার শত টাকা। অপরদিকে হাট-বাজারে প্রতি কেজি গো-মাংস ৪শত থেকে ৪শত ৫০ টাকা বিক্রি হলেও খাসির মাংস বিক্রি হচ্ছে ৫ শত থেকে সাড়ে পাচঁ শত টাকা। একারণে কৃষকরা এক মণ ধান বিক্রি করে এক কেজি গো-মাংস কিনতে পারলেও এক কেজি খাসির মাংস কিনতে পারছেননা। মাংস বিক্রেতা নুরনবী, আব্দুল বারীসহ অনেকে জানান, গো-খাদ্য সংকট, খাদ্য মূল্য বৃদ্ধি ও গবাদি পশু আমদানি না হওয়ায় গবাদি পশুর অনেক মূল্য বেড়ে যাওয়ায় মা সের দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়াও মাংসের বাজারে ক্রেতাও অনেকটা কমেছে। এদিকে ছাওলার চরের আকবার, মকবুল সহ অনেক কৃষক জানান, এক মণ ধান বিক্রি করে এক কেজি মাংস ক্রয় করতে পারছি না। 

পুরোনো সংবাদ

রংপুর 8099460976559565965

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item