অচিরেই জন প্রতিনিধি ও গ্রাম পুলিশের বেতন ভাতাদি বৃদ্ধি পাচ্ছে- এলজিইডি’র সচিব

হাবিবুর রহমান সেলিম পাগলাপীর থেকেঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত সচিব মোঃ আব্দুল মালেক বলেছেন, বর্তমান সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে আজ দেশ অর্থনীতিতে এগিয়ে চলছে। সরকারের এই এগিয়ে যাওয়ার অগ্রযাত্রা সাফল্যকে ধরে রাখতে সকলকেই নিরলস ভাবে কাজ করে যেতে হবে। ভিষণ ২১ বাস্তবায়নে সরকার দেশের সকল রাস্তাঘাট ব্রিজ কালভার্ট স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির সহ গ্রামীন বিভিন্ন অবকাঠামো উন্নয়ন মূলক কর্মকান্ড অব্যহত চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে সরকার জেলা ও উপজেলা সহ প্রশাসনের বিভিন্ন উচ্চপর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাদি বাড়িয়ে দিয়েছে। সেই ধারাবাহিকতায় অল্প কিছুদিনের মধ্যেই (জুনে) ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশদের বেতন ভাতাদি বাড়িয়ে দিচ্ছেন। তিনি গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ১১ টায় রংপুর সদর উপজেলার হরিদেবপুর ও চন্দনপাট দুটি ইউনিয়ন পরিষদ পরিদর্শনে এসে হরিদেবপুর ইউপি মিলনায়তনে নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন। হরিদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার, ইউরোপীয় ইউনিয়নের কান্ট্রি ডিরেক্টর মিস্টার মারিয়ো কলি, বাংলাদেশের শায়লা খান, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পোলিন ট্যামেস, সদর উপজেলার চেয়ারম্যান নাসিমা জামান ববি, উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন খলেয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, চন্দনপাট ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, সদ্যপুষ্করিনী ইউপি চেয়ারম্যান সোহেল রানা, মমিনপুরের প্যানেল চেয়ারম্যান লেবু মিয়া সহ ৫ইউনিয়নের জনপ্রতিনিধি ও সমাজের বিশিষ্টজনরা। এসময় জেলা উপজেলা ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার পূর্বে সচিব আব্দুল মালেক হরিদেবপুর ইউপির গ্রাম্য আদালতে একটি মামলার সুনানীতে অংশগ্রহন শেষে হরিদেবপুর ইউপির তথ্য সেবা কেন্দ্রসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সচিব দুপুরে রংপুর সার্কিট হাউজে লাঞ্চ শেষে বিকেলে উপজেলার চন্দনপাট ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এর আগে হরিদেবপুর ইউপি ভবনে সচিবের আগমনে গ্রাম্য পুলিশ সদস্যরা সেলুট প্রদর্শন করে সচিবকে অভ্যর্থনা জানান এবং জেলা উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা জানান।

পুরোনো সংবাদ

রংপুর 4445311948324914185

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item