রংপুরের ধনতোলায় কালবৈশাখীর ছোবলে লন্ডভন্ড- আহত ৫

হাবিবুর রহমান সেলিম পাগলাপীর থেকেঃ
  আকষ্মিক কালবৈশাখীর ছোবলে রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ধনতোলার সাতঘড়িয়া ও কলাবাগান দুটি গ্রামের শতাধিক কাচা ঘরবাড়ি টিনের চালা, হাটবাজারের দোকানপাট, পল্লী বিদ্যুতের খুটি ভেঙ্গে লন্ডভন্ড এবং আম জাম কাঠাল লিচু নিম মেহগনি কলা সহ বিভিন্ন উঠতি ফলমুলের গাছ ভেঙ্গে সাভার ও আহত হয়েছেন ৫ জন।  আহতের মধ্যে সাতঘড়িয়া গ্রামের আমিরুলের মাতাফেটে গুরুতর জখম হওয়ায় তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় আকষ্মিক কালবৈশাখীর ছোবলে ধনতোলার দুটি গ্রামে এ ক্ষতি সাধন হয়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। জানাগেছে কালবৈশাখীর  ছোবলে ক্ষতিগ্রস্থ পরিবার গুলি হচ্ছে ধনতোলা সাতঘড়িয়া গ্রামের আমিরুল ইসলামের টিনের পাঁচটি ঘর, বদিয়ারের দুটি ঘর,বিধবা হাছনা বানুর দুটি ঘর, নুর বক্তের একটি, টিটুর একটি ফারুকের দুটি, এরশাদের চারটি ঘর ও বিধবার লাপচু বেগমের দুটি। ধনতোলা কলা বাগান পাড়ার মঈনউদ্দিনের দুটি ঘর, ইউনুছের দুটি ঘর, মিলনের একটি, নুরহকের একটি, সবিনার একটি,মকবুলের দুটি। ধনতো লা হাটবাজারের কাশেম, জাহেদুল, লিটন, ডাঃ দিলীপ, হাসেম, রতন, মিঠু, জাহাঙ্গীরের দোকান পাট টিনের চালা ভেঙ্গে গেছে এবং সাতঘড়িয়া ও কলা বাগান দুটি গ্রামের প্রায় হাজারে উর্ধ্বে আম জাম কাঠাল লিচু নিম মেহগনি সুপারি, কলাবাগান সহ নানান জাতের ফলমুলের গাছ নিধন হয়েছে। এছাড়াও কালবৈশাখীর ছোবলে ধনতোলা চাতালের পাড় সামন হতে নাক কাটির মোড় হতে এক কিলোমিটার জুড়ে পল্লী বিদ্যুতের  ১২/১৫ টি খুটি ভেঙ্গে যাওয়ায় ধনতোলা বেতগাড়ী ও গঙ্গাচড়ার অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। সরেজমিনে গতকাল বিকেলে একই ওয়ার্ডের পাশের খলেয়ার পাড় গ্রামের ছুটিতে বেড়াতে আসা এসআই আতিক ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মাজহারুল ইসলাম বাবু সহ ক্ষতিগ্রস্থ গ্রামবাসীরা জানান, আকষ্মিক কালবৈশাখীর ছোবলে এমন কিছু পরিবারের ঘরবাড়ি ভেঙ্গে গেছে যা আজ তাদের থাকার জায়গা নেই। তারা ক্ষতিগ্রস্থ পরিবারের সাহায্যার্থ্যে সরকারের দৃষ্টি কামনা করছেন। ক্ষতিগ্রস্থ বিধবা হাছনা বানু, আহত আমিরুলের স্ত্রী  জানান, এ ঝড়বাদলে ছেলে মেয়েদের নিয়ে থাকব কোথায়, সে স্থানটুকু নেই।  ক্ষতি পুসিয়ে নিতে তারা সরকারের সাহায্য কামনা করছেন। এদিকে কালবৈশাখীর ছোবলে ক্ষতিগ্রস্থ পরিবার গুলির মাঝে আসন্ন ২৮ শে মে খলেয়া ইউনিয়নের স্বতন্ত্র  চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম লাভলু (মটরসাইকেল ), জাতীয় পার্টির ফারুক হোসেন (লাঙ্গল), আওয়ামীলীগের জাকির হোসেন শাহ্  (নৌকা), বিএনপির শাহজাদা মোঃ মাসুদ রানা (ধানের শিষ), সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মাজহারুল ইসলাম বাবু (ফুটবল), মোজারুল ইসলাম  তুফান (টিউবওয়েল) সহ বিত্তবানরা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং নিজস্ব তহবিল হতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।অপরদিকে ক্ষতিগ্রস্থের বিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ   করলে তিনি এ প্রতিনিধিকে জানান, ঘটনা শোনার পর উপজেলা প্রকল্প অফিসারকে ক্ষতিগ্রস্থ এলাকায় পরিদর্শনের জন্য পাঠান এবং ক্ষতিগ্রস্থের নামের তালিকা জমা দেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জন্য সরকারের ত্রান ও দুর্যোগ  মন্ত্রনালয়ে তথ্য পাঠিয়েছেন এবং কাল বৈশাখীর ছোবলে আহত আমিরুলকে দেখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান সেখানে আমিরুলের চিকিৎসার খোজ খবর নেন। 

পুরোনো সংবাদ

রংপুর 8180048027421488124

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item