রংপুরে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ

হাজী মারুফ,রংপুর ব্যুরোঃ

রংপুরে বিকল্প কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ বিড়ি শ্রমিকরা।রোববার (২২ মে ) সকাল সাড়ে ১১টায় দিকে এ বিক্ষোভ মিছিল বের করেন তারা।শ্রমিকরা শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে রংপুর প্রেসক্লাবের সামনে এসে এক সমাবেশে মিলিত হন। সমাবেশে তাদের দাবি একটাই বিকল্প কর্মসংস্থান চাই।সমাবেশে বক্তরা বলেন, বিড়ি শ্রমিকরা চরম অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করেন। একজন শ্রমিক দিনে ৪-৫ হাজার বিড়ি শলাকা তৈরি করতে পারে। ১ হাজার বিড়ি তৈরি করে ২৫-২৬ টাকা পায়। কারখানার ভেতরে তামাকের কারণে ঠিকমতো নিশ্বাস নেওয়া সম্ভব হয় না।রংপুর অঞ্চলে সরকারি-বেসরকারি উদ্যোগে শিল্প-কারখানা স্থাপন করারও দাবি জানান নেতা কর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন- আয়নাল মিয়া, মোরশেদুল আলম, মানজু মিয়া, চাঁন মিয়া, রনজিনা বেগম ও মহিদুল ইসলামসহ প্রমুখ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1849960524481319094

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item