রংপুরে সড়ক দূর্ঘটনায় তিন গরু ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিনিধিঃ
রংপুর -বগুড়া মহাসড়কের  পীরগঞ্জ উপজেলার  গোসাইজানি ব্রিজ এলাকায় সড়ক দূর্ঘটনায় তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যা সোয়া ৭টা দিকে রংপুর-ঢাকা মহাসড়কের ওই এলাকার বকুলের ইট ভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের কাঞ্চে মিয়ার ছেলে হাফিজার রহমান (৫০), একই গ্রামের বাচ্চা মিয়ার ছেলে বাবলু মিয়া (৪২) ও ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের ধারু আকন্দ বেপারীর ছেলে নুরুল ইসলাম (৫২)। তারা সকলেই গরু ব্যবসায়ী।এ ছাড়া একটি বাসের সুপারভাইজার ও ভ্যান চালকসহ ৯ জন আহত হয়েছেন। তাদের পলাশবাড়ী ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা হয়েছে।
 পীরগঞ্জ উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আবদুল করিম বলেন, ঢাকা থেকে ছেড়ে
আসা রংপুরগামী রূপান্তর এন্টারপ্রাইজের একটি বাস ওই এলাকায় রংপুরগামী একটি মাটি বহণকারী
ট্রাককে ওভারটেক করার সময় তার সামনে থাকা ভটভটিকে ধাক্কা দেয়।এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গিয়ে ব্যাটারি চালিত একটি রিকশাভ্যানের উপর আঁছড়ে পড়ে। ফলে ঘটনাস্থলে ওই রিক্সাভ্যানে থাকা তিন গরু ব্যবসায়ী নিহত হন বলে তিনি জানান।

পুরোনো সংবাদ

রংপুর 1336783337808533153

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item