খলেয়া ইউপি নির্বাচনে প্রার্থীদের গনসংযোগে ভোটাররা সরগম


হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
আসন্ন ২৮ শে মে ২০১৬ রংপুর সদর উপজেলার ৫নং খলেয়া ইউনিয়নের ইউপি নির্বাচনে চেয়ারম্যান মেম্বার প্রার্থীদের অব্যহত গনসংযোগে ভোটাররা সরগম হয়ে পড়ছে। প্রত্যহ সকাল থেকে রাত্রি পর্যন্ত বিরতিহীন ভাবে চেয়ারম্যান মেম্বার প্রার্থীরা নির্বাচনে জয়লাভের প্রত্যাশায় ভোটারদের কাছে দোয়া আর্শীবাদ চেয়ে ভোট প্রার্থনা করছেন। চেয়ারম্যান মেম্বার প্রার্থীদের অব্যহত গনসংযোগে খলেয়া ইউনিয়নে ধনতোলা বিড়াবাড়ী শলেয়াশাহ লালচাদপুর বটতলা খলেয়া গঞ্জিপুর ভিন্নজগত সহ ইউনিয়নের বিভিন্ন হাটবাজারের হোটেল রেস্তোরায় জমে উঠেছে নির্বাচনী হাওয়া। এমনকি পাড়া মহল্লায় রাস্তার মোড়ে দোকানের সামনে পছন্দের প্রার্থীদের নাম যশ খ্যাতি নিয়ে আবাল বৃদ্ধ ভোটাাররা তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছে। সবে মিলে খলেয়া ইউপি নির্বাচনে ইউনিয়নের ভোটারদের মাঝে বইছে ভোটের উৎসাহ আমেজ। জানাগেছে আসন্ন খলেয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ৬৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৪জন, প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনীত জেলা  আওয়ামীলীগের সদস্য মোঃ জাকির হোসেন শাহ্, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক ছাত্র নেতা শাহ্ মোঃ মাসুদ রানা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক সফল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক  রাজনীতিবিদ মোঃ সিরাজুল ইসলাম লাভলু। সাধারণ সদস্য পদে ৪৪ জন, এদের মধ্যে ১নং ওয়ার্ডে ৪জন, ২নং ওয়ার্ডে ৪জন, ৩ নং ওয়ার্ডে ৮জন, ৪নং ওয়ার্ডে ৫জন, ৫নং ওয়ার্ডে ৫জন, ৬নং ওয়ার্ডে ২জন, ৭নং ওয়ার্ডে ৩জন, ৮নং ওয়ার্ডে ৬জন ও ৯ নং ওয়ার্ডে ৭জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং এলাকায় ৬জন, ২নং এলাকায় ৩জন, ৩নং এলাকায় ৬জন সহ মোট ৬৩জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

পুরোনো সংবাদ

রংপুর 975278818490975804

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item