নীলফামারীতে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৫ মে॥
চলতি বছর নীলফামারী জেলায় ১২ হাজার ৬৩৮ মেট্রিক টন বোরো ধান সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করার লক্ষ্যে আভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ রবিবার  সকালে সদর উপজেলা খাদ্য গুদাম চত্তরে আনুষ্ঠানিকভাবে ওই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন  জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক গোলাম মো. ইদ্রিস, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল করিম সরকার, জেলা মিল মালিক সমিতির সভাপতি মো. রকিবুল আলম চৌধুরী, ইটাখোলা ইউপি চেয়ারম্যান হাফিজুর রশীদ, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। উদ্বোধনী দিনে ইটাখোলা ইউনিয়নের আব্দুস সোবহান নামের ১ জন কৃষকের কাছ থেকে ৮০০ কেজি বোরো ধান সংগ্রহ করা হয়।
 সুত্র মতে জেলার ৬ উপজেলার ৭টি খাদ্য গুদামে প্রতি কেজি ২৩ টাকা দরে সরকারী ভাবে এই ধান ক্রয় করা হবে। কৃষকদের দেয়া ধানের মুল্য তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে প্রদান করা হবে। কৃষি বিভাগ ও ইউনিয়ন পরিষদের সমন্বয়ে করা তালিকা অনুযায়ী একজন কৃষক সর্বচ্চো ৩ মেট্রিক টণ বোরো ধান দিতে পারবেন। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 9009283087875897338

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item