বিশাল গণসমাবেশের মধ্যে দিয়ে বাল্যবিয়ে মুক্ত ঘোষনা হলো নীলফামারী

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৯ মে॥
বিশাল গণসমাবেশের মধ্যে দিয়ে নীলফামারী সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও নীলফামারী পৌরসভা এলাকাকে বাল্যবিয়ে,যৌতুক ও মাদকমুক্ত ঘোষনা করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় নীলফামারী হাইস্কুল মাঠে উপস্থিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী,সুধীজন, অভিভাবক, শিক্ষক  এনজিও, জনপ্রতিনিধি সিভিল সোসাইটি, রাজনীতিবিদ, কাজী, ইমাম, পুরোহিত, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে শপথবাক্য পাঠ ও বেলুন ফ্যাষ্টুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ওই তিন বিষয়ে মুক্ত ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী সদর আসনের সংসদ সদস্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও মুক্ত ঘোষনার প্রধান উদ্যোগতা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলীর সভাপতিত্বে গনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস, নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন ডাঃ আব্দুল রশিদ, নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর গফ্ফার, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন্নাহার শাহজাদী,চেম্বারের সভাপতি এস এম সফিকুল আলম ডাবলু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, ইউপি চেয়ারম্যান সমিতির সদর উপজেলার সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু,প্লান ইন্টারন্যাশনালের রংপুর বিভাগীয় ব্যবস্থাপক আব্দুল কুদ্দুস, বেসরকারি সংস্থা ল্যাম্প এর পরিচালক স্বপন পাহান সহ বিভিন্ন সেক্টারের প্রতিনিধিবৃন্দ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 3812361452305962249

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item