মা দিবসের দুটি কবিতা

মায়ের আদর


গোপাল রায়


আমার যে দিন জন্ম হল
কেঁদে উঠলাম কো....য়া,
তখন আমি হেসে উঠলাম
পেলাম মায়ের ছোয়া।

বাবা বলে সোনা আমার
মা বলে হীরে,
বড় আমি হচ্ছি তো
মায়ের স্বপ্ন ঘীরে।

আমার মা তোমার মা
যখন করে আদর,
হৃদয় যায় ভরে তখন
ভরে যায় পাজর।

মা আমায় খেলতে বলে
বলে খুব পড়তে,
তার চেয়ে আরো বলে
সোনার জীবন গড়তে।


খোকন তুমিই সেরা

গোপাল রায়

মা! বলে, খোকন তুমিই সেরা
পর এবার বেড়িয়ে,
জয়ের নিশান আনবেই
সকল বাধা পেরিয়ে।

সাগর নদী আকাশ পাতাল
সকল করে তুচ্ছ,
খোকা এবার আনবে বুঝি
হাজার ফুলের গুচ্ছ।

মায়ের আশা খোকা আমার
জয়ের নিশান আনবে,
সেদিন বুঝি খোকার নাম
সারা বিশ্ব জানব্।ে

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 5069126198593518407

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item