ইউ,পি, নির্বাচন ৫ম দফা জলঢাকায় চেয়ারম্যান পদে বিএনপির ৫ ও জাতীয় পার্টির ৯ ইউনিয়য়নে প্রার্থী নাই।

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী সংকটে পড়েছে বিএনপি ও জাতীয় পার্টি। ২৮মে অনুষ্ঠিত ১১টি ইউনিয়নে ৫ম দফার নির্বাচনে বিএনপি ৬টি ও জাতীয় পার্টি ২টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দিয়েছে নির্বাচন অফিস সুত্রে জানা গেছে। অন্যদিকে বাংলাদেশ আওয়ামীলীগ ১১টি ইউনিয়নে প্রার্থী দিলেও ১০টি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী বাড়ী বাড়ী ভোট প্রার্থনা করে  প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদ কৈমারী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে।  যেসব ইউনিয়নে বিএনপির প্রার্থী নাই গোলনা, কাঠালী, বালাগ্রাম, গোলমুন্ডা ও শৌলমারি অপরদিকে জাতীয় পার্টি শৌলমারি ও গোলমুন্ডা ছাড়া অন্য ইউনিয়ন গুলোতে কোনো নেতা কর্মীকে প্রার্থী করতে পারে নাই। এবিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী এবং উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মেজর রানা মোঃ সোহেলের সাথে মোবাইলে একাধিক বার যোগাযোগ করে পাওয়া যায়নি। বৃহস্পতিবার যাচাই শেষে এ উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬জন, সংরক্ষিত আসনে ১৫৫জন ও সাধারন সদস্য পদে ৪৪০ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহন করছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়ক ও উপজেলা নির্বাহী অফিসার হাসান হাবীব বলেন ১১টি ইউনিয়নে সকল প্রার্থীর জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে। প্রশাসনের পক্ষ থেকে সব প্রার্থীকে সমান সুযোগ দেয়া হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী জানান ১১টি ইউনিয়নে মোট ভোট ১লক্ষ ৯৭হাজার ৩শত ৬৩জনের বিপরীতে সাধারন আসন ৯৯টি, সংরক্ষিত আসন ৩৩টি, মোট কেন্দ্র ১০০টি, বুথ ৫৭২টি। তিনি আরো বলেন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্যে প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্হা নেয়া হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 7188885185934882137

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item