৫ম ধাপ ইউপি নির্বাচন জলঢাকায় আ.লীগ সভাপতির বিরুদ্ধে বিস্তর অভিযোগ


নিজস্ব প্রতিনিধি ঃ

‘বারবার নৌকা বিরোধী কাজ করেও পুরস্কৃত হচ্ছে জলঢাকা উপজেলা আ.লীগ সভাপতি’। এমন শিরোনাম করে উপজেলা আ.লীগ সভাপতি আনছার আলী মিন্টুর বিরুদ্ধে প্রেস বিজ্ঞপ্তি করে অভিযোগ করেছেন উপজেলার বালাগ্রাম ইউনিয়ন আ.লীগ সভাপতি ও আসন্ন ৫ম ধাপ ইউপি নির্বাচনে আ.লীগ দলীয় প্রার্থী আহম্মেদ হোসেন ভেন্ডার। তার লিখিত অভিযোগে উপজেলা সভাপতির বিরুদ্ধে মনোনয়ন বানিজ্যসহ নির্বাচনে অসহযোগীতা, বিদ্রোহী প্রার্থী হিসাবে তার নিজের ভাইকে দাড় করিয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থানসহ নানান অভিযোগ করেন প্রেস বিজ্ঞপ্তিতে। নৌকার বিরুদ্ধে বারবার অবস্থান করেও তার বিরুদ্ধে ব্যবস্থা না হওয়ায় কঠোর সমালোচনা করেন তার লিখিত বক্তব্যে। মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ৫ জানুয়ারী জাতীয় নির্বাচনসহ প্রতিটি নির্বাচনে আ.লীগ প্রার্থীদের সরাসরি বিরোধীতা করেছেন উপজেলার এই সভাপতি। দলীয় প্রভাব খাটিয়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার অভিযোগও ওঠে এই প্রেস বিজ্ঞপ্তি থেকে। বালাগ্রাম ইউনিয়ন আ.লীগ সভাপতি ও ইউপি নির্বাচনের সরকার দলীয় প্রার্থী আহম্মেদ হোসেন ভেন্ডার সাংবাদিকদের বলেন, ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচন। দলীয় এই নির্বাচনে উপজেলা আ.লীগ সভাপতি ও সম্পাদক আমাকে কোন প্রকার সহযোগীতা করছেন না। উল্টো সোমবার রাতে উপজেলা সভাপতি আনছার আলী মিন্টুর ছোট ভাই আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী রবিউল ইসলাম লিপনের লোকজন আমার কর্মীদের উপর হামলা চালায় এতে আমার ছোট ছেলে রানা গুরুতর আহত হয়। সে বর্তমানে জলঢাকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জলঢাকা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। তবে তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে উপজেলা আ.লীগের সভাপতি আনছার আলী মিন্টু জানান, প্রেস বিজ্ঞপ্তিতে আনিত অভিযোগ সম্পুর্ন বিভ্রান্তিকর। উল্লেখ্য এই উপজেলা আ.লীগ সভাপতি আনছার আলী মিন্টুকে এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র থেকে বহিস্কার করা হয়েছিল।

পুরোনো সংবাদ

নীলফামারী 7121176055609672092

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item