জলঢাকায় ইউপি নির্বাচনের প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা


ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৭ মে॥
 জলঢাকা উপজেলার ১১ ইউনিয়নের নির্বাচনে সকল প্রতিদ্বন্দি প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে প্রশাসন। আজ মঙ্গলবার বিকালে জলঢাকা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভোটে নির্বাচনী আচরন বিধি ও আইনশৃংখলা  পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের প্রতি আহবান জানানো হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা  হাসান হাবিবের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা নির্বাচন অফিসার জিলহাস উদ্দিন,সহকারী পুলিশ সুপার (সার্কেল) জিয়াউর রহমান, জলঢাকা থানার অফিসার ইনচার্জ দিলওয়ার হাসান ইনাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী। এ সময় উপজেলার ১১টি ইউনিয়নের  আওয়ামী লীগ,বিএনপি, জাতীয় পাটি ও অন্যান্য দল এবং স্বতন্ত্র সহ ৫৮ জন চেয়ারম্যান প্রার্থী  সাধারন ৪১০ জন ওয়াড সদস্য  ও ১৫১ জন সংরক্ষিন মহিলা ওয়াড সদস্য প্রার্থীগন উপস্থিত ছিলেন।
উল্লেখ যে পঞ্চম দফায় আগামী ২৮ মে এই উপজেলার ১১ টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৯৭ হাজার ৩৬৩ জন। এর মধ্যে পুরুষ ৯৯ হাজার ৬৭১ ও নারী ৯৭ হাজার ৬৯৩ জন।

পুরোনো সংবাদ

নীলফামারী 9141844281279281768

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item