ড. সাইফুজ্জামানের চিকিৎসার্থে এগিয়ে আসলো ইবি পরিবার

হুমায়ুন কবীর জীবন,ইবি প্রতিনিধি :
সন্ত্রাসীদের চাপাতির আঘাতে গ্ররুতর আহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সাইফুজ্জামানের চিকিৎসায় আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় পরিবার। বর্তমানে ড. সাইফুজ্জামান ঢাকার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র ( আইসিইউতে) চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ভিসির কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের পক্ষ থেকে শিক্ষক সমিতি ১ দিনের বেতন ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের কাছে তুলে দেন। কর্মকর্তাদের পক্ষ থেকে কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক এহসানুল হক হাসান অর্ধদিবসের বেতন ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের কাছে তুলে দেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক হলের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে ১লক্ষ ৭৫ হাজার টাকা হল প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ইকবাল হোছাইন প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের কাছে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক  আনোয়ারুল হক, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আশরাফুল আলম, লালন শাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. ইকবাল হোছাইন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. অশোক কুমার চক্রবর্তী, খালেদাজিয়া হলের প্রভোস্ট অধ্যপক ড. মোস্তফা কামাল, শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান প্রমূখ।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন বলেন, ড. সাইফুজ্জামানের চিকিৎসার্থে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষক সমিতি ১ দিনের বেতন হিসাব করে প্রায় ৬ লক্ষ টাকার চেক ভিসি স্যারের হাতে তুলে দিয়েছি।

ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীদের নিয়ে আমাদের ইবি পরিবার। এই পরিবারের এক সদস্য ড. সাইফুজ্জামানের চিকিৎসার্থে আমরা এগিয়ে এসেছি। প্রয়োজনে আমরা আরও আর্থিক সহযোগিতা করবো।

উল্লেখ্য, গত ২০ মে কুষ্টিয়ার বটতৈল এলাকার শিশিরমাঠে তার উপর নৃশংস হামলা করে দৃর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকার অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7615820963313763254

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item