ইবি শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হুমায়ুন কবীর জীবন,ই্িব প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামানের উপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইবি শিক্ষক সমিতি । মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানের পরিচালনায়  মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ইবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন, সাধারন সম্পাদক প্রফেসর ড. অলি উল্ল্যাহ ও বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. গৌতম কুমার দাস।
মানববন্ধনে বক্তরা, শিক্ষক সাইফুজ্জামানের উপর হামলার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা না হলে বৃহত্তর কর্মসূচীর দেওয়ার ঘোষনা দেন শিক্ষক সমিতি।
এসময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
উল্লেখ, গত ২০ মে কুষ্টিয়ায় সদর থানার বটতৈল ইউনিয়নের শিশির মাঠ এলাকায় দুবৃর্ত্তদের সন্ত্রাসী হামলায় সানোয়ার নামের এক হোমিও চিকিৎসক মারা যায়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান গুরুতর আহত হয়। বর্তমানে সাইফুজ্জামান ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4941041449382283661

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item