ফুলছড়িতে ইভটিজিংয়ের দায়ে যুবককে ৬ মাসের কারাদন্ড

মুহাম্মদ শামীম সরকার শাহীন, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়িতে ইভটিজিংয়ের দায়ে পাপুল মিয়া (১৮) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর বুড়াইল গ্রামের ফারুক মিয়ার পুত্র। রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারকনির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ রায় প্রদান করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বুড়াইল গ্রামের ফারুক মিয়ার পুত্র পাপুল মিয়া একই গ্রামের সাইদুর রহমানের কন্যা ও গলাকাটি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীকে উত্যাক্ত করে আসছিল। রবিবার উক্ত ছাত্রী তার ছোট ভাইকে নিয়ে নানার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় বাড়ির পার্শ্ববর্তী উত্তর বুড়াইল রাস্তার মোড়ে পাপুল মিয়াসহ ৪জন যুবক মেয়েটির পথরোধ শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় আশে পাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে ধাওয়া করে পাপুলকে আটক করলেও অপর যুবকরা দৌড়ে পালিয়ে যায়। পরে জনতা ফুলছড়ি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পাপুলকে নিয়ে গিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার নিকট হাজির করলে তিনি ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত যুবককে রবিবার বিকালে গাইবান্ধা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 275269715923646826

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item