পলাশবাড়ীর পবনাপুরে বান্নিরঘাট নামক স্থানে প্রাথমিক বিদ্যালয়ের নাম করে সরকারি বই উত্তোলন


আসলাম আলী, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি ঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পবনাপুর ইউনিয়নে বান্নিরঘাট নামক স্থানে প্রাথমিক বিদ্যালয়ের নাম করে সরকারি বই উত্তোলন করা হলেও শিক্ষার্থী শূন্য বিদ্যালয়ের অভিযোগ উঠেছে। তাহলে, বই গুলি গেল কোথায়। গতকাল ১৫ মে রবিবার ১১ টা ৪৫ মিনিটে বিদ্যালয়টির লক্ষ করে উপস্থিত হওয়ায় জাতীয় পতাকা প্রদর্শন করে ২ জন মহিলা শিক্ষককে উপস্থিত পাওয়া যায়। ৪জন শিক্ষক বলে দাবী করলেও উপস্থিত প্রধান শিক্ষক রিতা রাণী রায়, সহকারী আমেনা বেগমকে পাওয়া যায়। গীতা রাণী রায় ও মাহমুদা অনুপস্থিত। বিদ্যালয়টির ব্যাপারে রিতা রাণীকে জিজ্ঞাসা করলে ২০০৫ সালে প্রতিষ্ঠা বলে জানায়। উপজেলার শিক্ষা অফিস থেকে ১’শ ৭ সেট সরকারি বই উত্তোলন করেছি। উপস্থিত ছাত্র-ছাত্রীর জিজ্ঞাসা করলে সঠিক উত্তর দিতে পারেন না। বই গুলো বাড়িতে আছে বলে জানায়। তিনি আরোও বলেন, এটিও স্যার আসেন ও দেখেন। পরিদর্শন খাতায় স্বাক্ষরও করেন। এলাকাবাসীর প্রশ্ন সরকারি বই উত্তোলন হলেও বই গুলি কোথায় গেল? 


পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 1169936633758614957

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item