রৌমারীতে ইউপি নির্বাচন চাচা-ভাতিজা ,ভাই ভাই চেয়ারম্যান পদে প্রতিযোগী


রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি




কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে ভাই, ভাইয়ের এবং চাচা ভাতিজার বিপক্ষে ভোটের মাঠে প্রতিযোগিতায় নেমেছেন। একই সঙ্গে পৃথক ইউনিয়নে মামা-ভাগিনা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। একই পরিবারের নিকট স্বজনদের ওই প্রতিযোগিতা এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রৌমারী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে একই পরিবারের সদস্য চাচা মোজাফ্ফর হোসেন জাতীয় পার্টি জেপি (সাইকেল) থেকে এবং ভাতিজা সাখাওয়াত হোসেন লিপন জাতীয় পার্টি (লাঙ্গল) থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাদুরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে একই পরিবারের দুই ভাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাবলু ও আ’লীগের মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন সবুজ (নৌকা)। অপরদিকে শৌলমারী ইউনিয়নে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি জেপির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিল (সাইকেল) এবং তার ভাগিনা সাইফুর রহমান বাবলু চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে নেমেছেন। নির্বাচন কমিশনের ৬ষ্ঠ দফায় ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ৭ জুন উপজেলার তিন ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এদিকে একই পরিবারের একাধিক প্রার্থীকে নিয়ে ভোটারদের মাঝেও পক্ষে বিপক্ষে আলোচনা রয়েছে। চাচা-ভাতিজা প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক সদর ইউনিয়নের এক ভোটার বলেন, ‘তাদের এক ভাই এমপি। এখন চেয়ারম্যান তারাই হবার চায়। আর মানুষের চেয়ারম্যান হবার  ইচ্ছা নেই।’ একই ধরণের কথা জানান যাদুরচর ইউনিয়নের এক ভোটার। তিনি বলেন, ‘তাদের এক ভাই উপজেলা চেয়ারম্যান। এখন ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার জন্য দুই ভাই মাঠে নামছেন।’একই পরিবারের ওইসব চেয়ারম্যান প্রার্থী দের  মতামত জানতে চাইলে চাচা মোজাফ্ফর হোসেন জানান, আমি জাতীয় পার্টি জেপির প্রার্থী আর ভাতিজা সাখাওয়াত হোসেন লিপন জাতীয় পার্টি লাঙ্গলের প্রার্থী এতে সমস্যা কোথায়। যাদুরচর ইউনিয়নে দুই ভাইয়ের মধ্যে সাখাওয়াত হোসেন সবুজ জানান, আমাকে আ’লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে। আরেক ভাই আমিনুল ইসলাম বাবলু বলেন, ‘আমি স্বতন্ত্র প্রাথী আমার জনপ্রিয়তা সবচেয়ে ভালো এ কারনে নির্বাচন থেকে সরে দাড়াতে পারবো না।’

পুরোনো সংবাদ

নির্বাচন 2861648036284579881

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item