ডোমারের জোড়াবাড়ীতে অস্ত্রের ভয় দেখিয়ে ভোট নেয়ার চেষ্টার অভিযোগ।


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে অস্ত্রের ভয় দেখিয়ে ভোট নেয়ার অভিযোগ উঠেছে।  ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে। উক্ত গ্রামে ৩নং ওয়ার্ডের ৪জন প্রার্থী মেম্বার পদে প্রতিদ্বদ্বীত্বা করছে।অভিযোগকারী দিনমুজুর মোমিনুর রহমান এর স্ত্রী জান্নাতুন বলেন, গত ১মে রবিবার দিবাগত রাত ৩ঘটিকায় প্রতিবেশী দিনমুজুর মোমিনুর রহমান দক্ষিনে কাজ করতে যাওয়ায় সেই সুযোগকে কাজে লাগিয়ে ওয়ার্ডের মোরগ মার্কা প্রার্থী ওয়ালিয়ার রহমানের পুত্র আব্দুস ছালাম মোমিনুরের স্ত্রী জান্নাতুনের ঘাে ঢুকে গলায় অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে মোরগ মার্কায় ভোট চায়, নইলে তাকে মেরে ফেলবে বলে  ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ করেন, জান্নাতুন । এসময় জান্নাতের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে প্রার্থী ছালাম পালিয়ে যায়। এবিষয়ে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠে পরে জান্নাত বাদী হয়ে ছালামের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। প্রতক্ষ্যদর্শী মৃত ছমির উদ্দিনের স্ত্রী দুলালী বেগম ফুলাই জানান, রাতে হটাৎ জান্নাতের চিৎকারে বেড়িয়ে দেখি প্রার্থী ছালাম অস্ত্র হাতে বেড়িয়ে যায়। এবিষয়ে মোরগ মার্কার প্রার্থী আব্দুস ছালাম দোষ অস্বীকার করে বলেন, আমার মোরগ মার্কার ফিল্ড ভাল থাকায় বাকী প্রতিদ্বদ্বী প্রার্থীরা মনজেল, পুশু, মানিক ও খালেক মিলে পরিকল্পিত ভাবে আমার নামে মিথ্যা দূর্নাম বদনাম ছড়িয়ে হেওপ্রতিপূর্ণ করার চেষ্টা করছে। যাতে করে আমি নির্বাচনে হেরে যাই সে কারণে তারা সকলে মিলে এই সাজানো নাটক করেছে আমার নামে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4081496480472144273

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item