ডোমারের জোড়াবাড়ীতে শেষ মুহুর্ত্তে জমে উঠেছে ১০ চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

দেশে নির্বাচন নিয়ে বড় দুই রাজনৈতিক দলের মধ্যে তত্বাবধায়ক ইস্যুতে ব্যাবধান বাড়লেও স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতিকে দেয়ায়। ৭মে নির্বাচনে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের প্রত্যেক দলের বিদ্রোহী প্রার্থী মিলে মোট ১০জন চেয়ারম্যান প্রার্থী তাদের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। পোষ্টারে ছেয়ে গেছে পুরো এলাকা, চায়ের দোকানে ভীড়, প্রার্থীদের ক্যাম্প তৈরী ছাড়াও অপর দিকে নির্বাচনী আচরনবিধী লংঘন করে রাত বে-রাতে সভা সমাবেশ ও মোটর সাইকেলের বহর চোখে পড়ার মতো। ১০জন প্রার্থীর দৌড় ঝাঁপে ভোটার ও নেতাকর্মীরা অনেকটাই চাংঙ্গা হয়ে উঠেছে। এদের মধ্যে আঃলীগের নৌকা নিয়ে আবুল হাচান, বিএনপির ধানের শীষ নিয়ে মজির উদ্দিন, জাপার লাঙ্গল নিয়ে জামাল উদ্দিন, আঃলীগের বিদ্রোহী টেবিল ফ্যান প্রতিক নিয়ে রজব আলী মাষ্টার ও মটর সাইকেল প্রতিক নিয়ে ফিরোজ পারভেজ উজ্জল, জামায়াতের চশমা প্রতিক নিয়ে মোছলেহ উদ্দিন শাহ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষে খেজুর গাছ প্রতিক নিয়ে শাহিনুর রহমান, স্বতন্ত্র প্রার্থী অটো রিকসা নিয়ে আনোয়ার হোসেন, ঘোড়া প্রতিক নিয়ে মিজানুর রহমান নিজাম সহ অত্র ইউনিয়নে মোট ১০জন চেয়ারমান প্রার্থী প্রতিদ্বদ্বীত্ব করছে। ১০জন প্রার্থীর মধ্যে আঃলীগের বিদ্রোহী টেবিল ফ্যান প্রতিক রজব আলী মাষ্টার, লাঙ্গল প্রতিক জামাল উদ্দিন ও বিএনপির বিদ্্েরাহী প্রার্থী মনোয়ার হোসেন এলাকায় হেভী ওয়েট প্রার্থী হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। তবে অনেক ভোটার জানান, বাকী ৪দিনে সম্ভব্য প্রার্থী ৩জনের মধ্যে যে যার ক্যারিয়ার তৈরী করতে পারবে সেই হবে জোড়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান। 

পুরোনো সংবাদ

নীলফামারী 7845663282094838372

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item