ডোমার উপজেলার দুই ইউনিয়নে চাচা ভাতিজার ভোটযুদ্ধ

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ

চতুর্থ দফায় ইউ,পি, নির্বাচনে  নীলফামারী জেলার ডোমার উপজেলার দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আপন চাচা ও ভাতিজার ভোটযুদ্ধ যেমন অলোচিত তেমনি প্রার্থীদের নিকটজনরা সমর্থন প্রদানে বিব্রত। উপজেলার পাঙ্গা-মটুকপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম ভুট্টু (চশমা) ও তার ভাতিজা স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান বাবলু (মোটরসাইকেল) নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন। এছাড়া সোনারায় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক সরকার (মোটরসাইকেল) ও তার আপন ভাতিজা জাতীয় পার্টির তোহিদুল ইসলাম (লাঙ্গল) প্রতিক নিয়ে রয়েছেন ভোটের ময়দানে। প্রার্থীদের নিকটজনরা  সমর্থন প্রদানে দ্বিধাদ্বন্দে থাকলেও উভয় প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদি।অপরপক্ষে অন্য প্রার্থীদের সমর্থকরাও ভোট ভাগাভাগির ফলে নিজেদের প্রার্থীর জয়ের ব্যাপারে অংক কষছেন।দুই ইউনিয়নের অনেক ভোটার জানান, চাচা ভাতিজার এই লড়াই হাড্ডাহাড্ডি  হওয়ার সম্ভাবনা রয়েছে। 

পুরোনো সংবাদ

নীলফামারী 5084459761479928310

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item