রংপুর বিভাগে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা


রংপুর জেলায় নির্বাচিতরা হলেন যারা:

কাউনিয়া উপজেলা

ইউনিয়ন: সারাই
বিজয়ী: আশরাফুল ইসলাম (আওয়ামী লীগ)

ইউনিয়ন: হারাগাছ
বিজয়ী:  রকিবুল হাসান পলাশ (বিএনপি)

ইউনিয়ন: কুর্শা
বিজয়ী: মোহাম্মদ হোসেন (আওয়ামী লীগ)

ইউনিয়ন: শহীদবাগ
বিজয়ী: আব্দুল হান্নান (আওয়ামী লীগ)

ইউনিয়ন: বালাপাড়া
বিজয়ী: আনছার আলী (আওয়ামী লীগ)

ইউনিয়ন: টেপামধুপুর
বিজয়ী: শফিকুল ইসলাম (আওয়ামী লীগ)

উপজেলা পীরগাছা
ইউনিয়ন: পারুল
বিজয়ী: আবুল কালাম আজাদ খান (আওয়ামী লীগ)

ইউনিয়ন: ইটাকুমারী
বিজয়ী: আব্দুল কাদের প্রধান (জাতীয় পার্টি)

ইউনিয়ন: অন্যদানগর
বিজয়ী: আমিনুল ইসলাম (আওয়ামী লীগ)

ইউনিয়ন: ছাওলা
বিজয়ী: শাহ আব্দুল হাকিম (আওয়ামী লীগ)

ইউনিয়ন: তাম্বুলপুর
বিজয়ী: রওশন জামিল সরদার (আওয়ামী লীগ)

ইউনিয়ন: পীরগাছা
বিজয়ী: আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রেজা (বিএনপি)

ইউনিয়ন: কৈকুড়ি
বিজয়ী: শফিকুল ইসলাম লেবু মন্ডল (আওয়ামী লীগ)

ইউনিয়ন: কান্দি
বিজয়ী: নজরুল ইসলাম খান (আওয়ামী লীগ)

মিঠাপুকুর উপজেলা
ইউনিয়ন: খোড়াগাছ
বিজয়ী: আসাদুজ্জামান আসাদ (আওয়ামী লীগ)

ইউনিয়ন: রানীপুকুর
বিজয়ী: শফিকুল ইসলাম রাঙা (আওয়ামী লীগ)

ইউনিয়ন: ভাংনী
বিজয়ী: কামরুল হাসান (আওয়ামী লীগ)

ইউনিয়ন: বালারহাট
বিজয়ী: মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস (আওয়ামী লীগ)

ইউনিয়ন: চেংমারী
বিজয়ী: আলহাজ্ব রেজাউল কবীর টুটুল (আওয়ামী লীগ)

ইউনিয়ন: ময়েনপুর
বিজয়ী: মাহবুবুল হক (আওয়ামী লীগ)

ইউনিয়ন: বালুয়া মাসিমপুর
বিজয়ী: ময়নুল হক (আওয়ামী লীগ)

ইউনিয়ন: বড়বালা
বিজয়ী: সাহেব মিয়া সরকার (আওয়ামী লীগ)

ইউনিয়ন: মিলনপুর
বিজয়ী: আব্দুল হালিম চৌধুরী (আওয়ামী লীগ)

ইউনিয়ন: গোপালপুর
বিজয়ী: আমিরুল ইসলাম দীলিপ (আওয়ামী লীগ)

কুড়িগ্রামের ৩টি উপজেলার ১৮টি ইউনিয়নে নির্বাচিতরা হলেন:

ইউনিয়ন:  দোয়েলগাছা (সদর)
বিজয়ী: মাহবুুবুর রহমান (বিএনপি)

ইউনিয়ন: যাত্রাপুর (সদর)
বিজয়ী: আইযুব আলী সরকার (বিএনপি)

ইউনিয়ন: পাচগাছি (সদর)
বিজয়ী: দেলোয়ার হোসেন (বিএনপি)

ইউনিয়ন: মঙ্গলবেছা (সদর)
বিজয়ী: নুরুজ্জামান বাবলু (বিএনপি)

ইউনিয়ন: ভোগডাঙ্গা (সদর)
বিজয়ী: সাইদুর রহমান (বিএনপি)

ইউনিয়ন: ঘোঘাদাহ (সদর)
বিজয়ী: শাহ আলম (আ.লীগ)

ইউনিয়ন: হলোখান (সদর)
বিজয়ী: উমর ফারুক (বিএনপি)

ইউনিয়ন: কাঁঠালবাড়ি (সদর)
বিজয়ী: আমানউদ্দিন আহমেদ মজনু(আ.লীগ )

ইউনিয়ন: রাজারহাট (রাজারহাট)
বিজয়ী : এনামুল হক (আ.লীগ)

ইউনিয়ন: বৃন্দানন্দ (রাজারহাট)
বিজয়ী : জাইদুল ইসলাম (আ.লীগ)

ইউনিয়ন: নাজিমখাঁ (রাজারহাট)
বিজয়ী : আব্দুল মালেক (আ.লীগ)

ইউনিয়ন: উমর মজিদ (রাজারহাট)
বিজয়ী : মো. আলী (আ.লীগ)

ইউনিয়ন: ঘড়িয়াল ডাঙ্গা (রাজারহাট)
বিজয়ী : রবীন্দ্রনাথ কর্মকার (আ.লীগ)

ইউনিয়ন: জাগির বাসা (রাজারহাট)
বিজয়ী : সোহরাওযার্দী হোসেন বাপ্পী (আ.লীগ)

ইউনিয়ন: ছিনাই (রাজারহাট)
বিজয়ী : নুরুজ্জামান বুলু (স্বতন্ত্র)

ইউনিয়ন: নাওডাঙ্গা (ফুলবাড়ি)
বিজয়ী : মোছাদ্দের আলী (বিএনপি)

ইউনিয়ন: শিমুলবাড়ি (ফুলবাড়ি)
বিজয়ী : এজাহার আলী (আ.লীগ)

ইউনিয়ন: বড়ভিটা (ফুলবাড়ি)
বিজয়ী : খয়বড় আলী (স্বতন্ত্র)

ঠাকুরগাঁও ও বালিয়াডাঙ্গী উপজেলার ১৯টি ইউনিয়নে নির্বাচিতরা হলেন:

ইউনিয়ন: চাড়োল
বিজয়ী: দিলীপ কুমার চ্যাটার্জী (আ.লীগ)

ইউনিয়ন: ধনতলা।
বিজয়ী: সমর কুমার চ্যাটার্জী  (আ.লীগ)

ইউনিয়ন: বড় পলাশবাড়ী
বিজয়ী: আমিনুল ইসলাম  (আ.লীগ)

ইউনিয়ন: দুওসুও
বিজীয়: আব্দুস সালাম  (আ.লীগ)

ইউনিয়ন: ভানোর
বিজয়ী: আব্দুল ওয়াহব সরকার  (আ.লীগ)

ইউনিয়ন: আমজানখোর
বিজয়ী: আকালু  (আ.লীগ)

ইউনিয়ন: বড়বাড়ী
বিজীয়: আকরাম আলী  (আ.লীগ)

ইউনিয়ন: পাড়িয়া
বিজয়ী: আহসান হাবিব বুলবুল (আ.লীগ)

নীলফামারীতে চেয়ারম্যান হলেন যারা

ডোমার উপজেলাঃ- ডোমার সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোসাব্বের হোসেন মানু (মোটর সাইকেল), বামুনিয়া ইউনিয়নে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ওয়াহেদুজ্জামান বুলেট (আনারস), বোড়াগাড়ী ইউনিয়নের আঃলীগের তোফায়েল আহমেদ (নৌকা), জোড়াবাড়ী ইউনিয়নের আঃলীগের আবুল হাচান (নৌকা), হরিণচড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম (আনারস), গোমনাতি ইউনিয়নের আঃলীগের মোঃ আঃ হামিদ (নৌকা), সোনারায় ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ (আনারস),পাঙ্গা মটুকপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ (অটোরিক্সা), কেতকীবাড়ী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জহুরুল হক প্রামানিক (চশমা), ভোগডাবুড়ী ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র একরামুল হক (মোটর সাইকেল)।

কিশোরীগঞ্জ উপজেলাঃ- কিশোরীগঞ্জ সদর ইউনিয়নের আঃলীগ প্রার্থী আনিছুল ইসলাম আনিছ (নৌকা), বড়ভিটা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ফজলার রহমান (ঘোড়া), পুটিমারী ইউনিয়নের জাতীয়পার্টির প্রার্থী আবু সায়েম (লাঙ্গল), নিতাই ইউনিয়নের আঃলীগের ফারুক-উজ-জামান (নৌকা), বাহাগিলী ইউনিয়নের আঃলীগের আতাউর রহমান শাহ্ (নৌকা), চাঁদখানা ইউনিয়নের জাতীয়পার্টির হাফিজার রহমান (লাঙ্গন), গাড়াগ্রাম ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোসাদ্দেক হোসেন (মটর সাইকেল), মাগুড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হোসেন (দুটি পাতা),  রণচন্ডি ইউনিয়নের আঃলীগ প্রার্থী মোখলেছুর রহমান (নৌকা)।

দিনাজপুরের আ.লীগ ১৩, বিএনপি ৩, স্বতন্ত্র ৩

নশরতপুর ইউনিয়নঃ নৌকা প্রতীকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান আলহাজ নুর ইসলাম শাহ্ নুরু।
সাতনালা ইউনিয়নঃ মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ একেএম ফজলুর রহমান দুলাল।
ফতেজংপুর ইউনিয়নঃ নৌকা প্রতীকে আওয়ামীলীগের নুর মোহাম্মদ লুনার।

ইসবপুর ইউনিয়নঃ নৌকা প্রতীকে আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান আবু হায়দার লিটন।

আবদুলপুর ইউনিয়নঃ ধানের শীষ প্রতীকে ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. ময়েনউদ্দিন শাহ্।
অমরপুর ইউনিয়নঃ নৌকা প্রতীকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. হেলাল সরকার।

আউলিয়াপুকুর ইউনিয়নঃ নৌকা প্রতীকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান হাছিবুল হাসান হাসিম বাবু।

সাঁইতাড়া ইউনিয়নঃ ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা ও বর্তমান চেয়ারম্যান মো. মোকারম হোসেন শাহ্ ।

ভিয়াইল ইউনিয়ঃ নৌকা প্রতীকে আওয়ামী লীগের নরেন্দ্রনাথ রায়।

পুনট্টি ইউনিয়নঃ নৌকা প্রতীকে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর-এ-কামাল।

তেঁতুলিয়া ইউনিয়নঃ নৌকা প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বাবু সুনীল কুমার সাহা।

আলোকডিহি ইউনিয়নঃ নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. তারিকুল ইসলাম তারিক।

পার্বতীপুর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন,

বেলাইচন্ডী ইউনিয়নঃ স্থগিত।
মন্মথপুর ইউনিয়নঃ আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আজগার আলী।
চন্ডিপুর ইউনিয়নঃ আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. এমদাদুল হক।
মোমিনপুর ইউনিয়নঃ নৌকা প্রতীকে আওয়ামী লীগের আব্দুল ওহাব মন্ডল।
মোস্তফাপুর ইউনিয়নঃ নৌকা প্রতীকে আওয়ামী লীগের ছাবেনুর আলম।
হাবড়া ইউনিয়নঃ নৌকা প্রতীকে আওয়ামী লীগের আনিসুজ্জামান সরকার।
হামিদপুর ইউনিয়নঃ ধানের শীষ প্রতীকে বিএনপি’র মো.ছাদেকুল ইসলাম।
হরিরামপুর ইউনিয়নঃ নৌকা প্রতীকে আওয়ামী লীগের মাসুদুর রহমান শাহ।

লালমনিরহাট সদর উপজেলা

মোগলহাট ইউনিয়নে হাবিবুর রহমান(নৌকা), মহেন্দ্রনগর ইউনিয়নে মশিউর রহমান বসুনীয়া(লাঙ্গল), খুনিয়াগাছ ইউনিয়নে আমিনুল ইসলাম(ধানের শীষ), রাজপুর ইউনিয়নে মোফাজ্জল হোসেন(নৌকা), বড়বাড়ী ইউনিয়নে ইয়াছিন আলী মোল্লা(ধানের শীষ), পঞ্চগ্রাম ইউনিয়নে দেলোয়ার হোসেন(ধানের শীষ), গোকুন্ডা ইউনিয়নে গোলাম মোস্তফা স্বপন(নৌকা), হারাটি ইউনিয়নে স্বতন্ত্র (আ’লীগের বিদ্রোহী) রফিকুল ইসলাম(আনারস)।

আদিতমারী উপজেলা

ভাদাই ইউনিয়নে স্বতন্ত্র (আ’লীগ বিদ্রোহী) রোকনুজ্জামান রোকন(আনারস), সারপুকুর ইউনিয়নে আজিজুল ইসলাম প্রধান (নৌকা), সাপ্টিবাড়ী ইউনিয়নে রফিকুল আলম(নৌকা), মহিষখোচা ইউনিয়নে মোসাদ্দেক হোসেন চৌধুরী(নৌকা), দূর্গাপুর ইউনিয়নে সালেকুজ্জামান প্রামাণিক(ধানের শীষ), ভেলাবাড়ী ইউনিয়নে মোহাম্মদ আলী(নৌকা), পলাশী ইউনিয়নে শওকত আলী(নৌকা) ও কমলাবাড়ী ইউনিয়নে আলা উদ্দিন আলাল(হাতপাখা)।

পঞ্চগড়ের আটোয়ারীতে আওয়ামীলীগ ৩, বিএনপি ১

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ  নির্বাচনের ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ৩, বিএনপি ১ এবং স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) ১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

রাধানগর ইউনিয়নে নির্বাচিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু জাহেদ নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫৮২ ভোট।

মির্জাপুর ইউনিয়নে নির্বাচিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. ওমর আলী নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৫ ভোট।

আলোয়াখোয়া ইউনিয়নে নির্বাচিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রদীপ কুমার রায় নৌকা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৮০ ভোট।

তোড়িয়া ইউনিয়নে নির্বাচিত আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) হাসান হাবিব আল আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২১৩ ভোট।

ধামোর ইউনিয়নে নির্বাচিত বিএনপি মনোনীত প্রার্থী কাজী মো. নজরুল ইসলাম দুলাল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১১৮ ভোট।

গাইবান্ধায় আ.লীগ ৫, জাতীয় পার্টি ৪, বিএনপি ১, স্বতন্ত্র ৭

গাইবান্ধা সদর উপজেলার ৬ ইউনিয়নে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হলেন- বাদিয়াখালি ইউনিয়নে মো. সাফায়েত উল হক (স্বতন্ত্র), বল্লমঝাড়ে জাহেদুল ইসলাম ঝন্টু (জাপা), কুপতালায় আবদুর রাজ্জাক (আ’লীগ), রামচন্দ্রপুরে রফিকুল ইসলাম (বিএনপি), বোয়ালীতে এএম মাজেদ উদ্দিন খাঁন (জাপা) ও সাহাপাড়া ইউনিয়ন পরিষদে মাহবুবুর রহমান (স্বতন্ত্র)।

অপরদিকে সাদুল্যাপুর উপজেলার ১১ ইনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- রসুলপুর ইউনিয়নে রবিউল করিম দুলা (স্বতন্ত্র), নলডাঙ্গায় তরিকুল ইসলাম নয়ন (আ’লীগ), দামোদরপুরে এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন (আ’লীগ), জামালপুরে নুরুজ্জামান মণ্ডল (আ’লীগ), ফরিদপুরে নুর আযম মণ্ডল নিরব (আ’লীগ), ধাপেরহাটে রফিকুল ইসলাম নওশা (আ’লীগ বিদ্রোহী), ইদিলপুরে মো. রাব্বী আব্দুল্যা (জাপা), ভাতগ্রামে এটিএম রেজানুর ইসলাম (স্বতন্ত্র), বনগ্রামে শাহীন সরকার (জাপা), কামারপাড়ায় শামছুল আলম মাস্টার (আ’লীগ বিদ্রোহী) ও খোর্দ্দকোমরপুর ইউনিয়নে আরিফুর রহমান চৌধুরী শামীম (স্বতন্ত্র) পদে জয়ী হয়েছেন।

পুরোনো সংবাদ

রংপুর 767295134362590216

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item