ডোমার বাসষ্টান্ডের মেইন সড়কের বেহাল দশা!! কর্তৃপক্ষ নিরব

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলার বাসষ্টান্ডের মেইন সড়কের বেহাল দশা কর্তৃপক্ষ নিরব দর্শকের ভূমিকায়। সব ধরনের যানবাহন গুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খানা খন্দর আর ভাঙ্গা চুরার কারনে জনসাধারনের চলাচল বিঘিœত হচ্ছে। যার কারণে প্রায় সেখানে ছোটখাট দূর্ঘটনা ঘটেই চলেছে। বিশেষ করে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে কাঁদা মাটিতে একাকার হয়ে যায়। বৃষ্টি হলে খালখন্দর গুলো ভরে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অপরদিকে নীলফামারী ও জলঢাকার সড়কের মেইন মোড়, সেখানে বাস, ট্যাক   সহ সকল যানবাহন থামিয়ে মোড় ঘোরাতে হয়। শহরের প্রধান সড়কের লিটল হার্টস স্কুল, পাশে আইডিয়াল একাডেমী স্কুল। তার সামনেই ফ্রেন্ডস্ হস্পিটাল ও পালস্ হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের রক্ত,বর্জ ও আবর্জনায় বৃষ্টির পানিতে ভেষে বেড়াতে দেখা যায়। এবিষয়ে কর্তৃপক্ষ নিরব ভুমিকা পালন করছে বলে এলাকাবাসী জানান। এবিষয়ে প্যানেল মেয়র সহির উদ্দিন সরকার বলেন, আপাততো কোন পৌরসভার বাজেট নাই। এটি এলজিডির রাস্তা নতুন বাজেট আসলে আমরা কাজ করবো।

পুরোনো সংবাদ

নীলফামারী 3256246222250943738

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item