ডোমারে স্বাস্থ্য সেবার বেহাল দশা চিকিৎসা ও খাবার মান নিয়ে রুগীদের অভিযোগ।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-

নীলফামারীর ডোমারে স্বাস্থ্য সেবার বেহাল দশা, চিকিৎসা ও মান সম্মত খাবার নিয়ে রুগীদের অভিযোগ। উপজেলায় প্রায় ৩ লাখ মানুষের জন্য ডাক্তার আছে মাত্র ২ জন। স্বাস্থ্য কেন্দ্রটিতে  মঞ্জুরী কৃত ১০ জন ডাক্তারের পদ থাকলেও বর্তমানে সেখানে রয়েছে মাত্র ২ জন । ১৪ জন নার্সের বিপরিতে  আছে মাত্র ৫ জন। ১০ টি ইউনিয়নের ৮ টিতে রয়েছে একটি করে পরিবার কল্যান কেন্দ্র। এসব মেডিকেল অফিসারদের ধার হাওলাদ করে চালাতে হয় হাসপাতালটি। কিন্তু খোজ নিয়ে দেখাযায়, এসব ডাক্তাররা হাসপাতালে না গিয়ে বেশীভাগ সময় ডোমারের বিভিন্ন প্রাইভেট ক্লিনিক অথবা ব্যাক্তিগত চেম্বারে রুগী দেখছেন অনেক রাত পর্যন্ত ২শত, ৩শত টাকা ফি নিয়ে। অপরদিকে সেখানে ফার্মাসিটিক্যাল কোম্পানীর লোকদের উপস্থিতি চোখে পড়ার মতো, তাদের থেকে মাসিক হারে মোটা অংকের কমিশন লুটে নিচ্ছে তারা। এতে করে নিয়মিত চিকিৎসা সেবা না পাওয়ায় দরিদ্রশ্রেনীরা অতিরিক্ত অর্থ ব্যায় করতে না পেরে ধুকে ধুকে নিরবে মৃত্যুর মূখে ধাবিত হচ্ছে। বিশেষ করে গর্ভবতী মায়েদের চিকিৎসার অবস্থা আরো খারাপ। মহিলা ও পুরুষ ওয়ার্ডে অনেক রুগীকে মেঝেতে বিছানা দেয়া হয়। বেশীর ভাগ ঔষধ, স্যালাইন, ইনজেকশন কিনতে হয় তাদের নির্ধারিত ঔষদের দোকান থেকে। তবে  নার্স ও আয়াদের চা খাওয়ার টাকা দিলে সহজে মিলে যায় এসব। অপরদিকে খাওয়ার মান নি¤œমানের, খাসির মাংসর বদলে বয়লার, রুই মাছের বদলে সিলভার কাপ, আলু ও ঝোল বেশী দিয়ে নি¤œ মানের খাবার পরিবেশন করছে ঠিকাদার মাহবুবার রহমান। প্রয়োজনীয় জনবল নিয়োগ করে তদারকির মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জোর দাবী জানান এলাকাবাসী ।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 8375924429003639459

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item