ডিমলায় শিশু বিবাহ মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষে ক্যাম্পেইন

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ

নীলফামারী ডিমলা উপজেলায় বিকশিত নারী নেটওয়াক ডিমলা উপজেলা বালাপাড়া ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় শিশু বিবাহকে না বলুন, শিশু অধিকার নিশ্চিত করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩১ মে মঙ্গলবার সকালে উপজেলা বালাপাড়ায় মনির উদ্দিন শিশু একাডেমি কেজি স্কুল চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ২নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্তরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অধ্যক্ষ আলহাজ্ব জয়নুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ডিমলা উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও নব নির্বাচিত উক্ত ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুঁইয়া। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিশু ও বাল্য বিবাহ একটি মরন ব্যাধী এ থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে, শিশু ও বাল্য বিবাহ মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলে দেশ ও জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে আসুন আমরা সকলে প্রচেষ্টা চালিয়ে যাই, বাল্য বিবাহ দিয়ে আপনার সন্তানের অকাল মৃত্যু ঘটাবেন না, আপনার শিশুকে আগামী দিনের সম্পদ হিসেবে শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন, বাংলাদেশের সু-নাগরিক সচেতন ব্যক্তি হয়ে পিতা মাতার দায়িত্ব পালন করুন।উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবঃ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ আলী সহকারী জেলা কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নীলফামারী জেলা ইউনিট কমান্ড, আবুল কালাম আজাদ আনছার ভিডিপি ইউনিয়ন কমান্ডার, বালাপাড়া ইউপি সদস্য রশিদুল ইসলাম, বালাপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক নিশিদ কুমার সিং, আনারুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, ইউনিয়ন সুয়কারী দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আজিবর রহমান লেবু, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হক, বিশিষ্ট সমাজ সেবক মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিকশিত নারী নেটওয়াকিং বালাপাড়া শাখার সাধারন সম্পদিকা ও নব নির্বাচিত ইউপি সদস্যা তাজ মিনা আক্তার লাইলী, সভানেত্রী গ্রামীন নারী উন্নয়ন সমিতি আলিমা বেগম প্রমূখ। উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক, ছাত্র ছাত্রী, এলাকার গণ্যমাণ্য ও স্থানীয় সুধিজন। বক্তারা সকলের উপস্থিতিতে বিকশিত নারী নেটওয়াকিং এর বিভিন্ন সুফল গুলোর বিষয়ে আলোচনা তুলে ধারেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1759305194007588408

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item