ডিমলায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত।


জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:



নীলফামারীর ডিমলা উপজেলায় জেলা তথ্য অফিসের উদ্দ্যেগে এবং ডিমলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে তথ্য অধিকার আইন ২০০৯ বিষক সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার, তথ্য কমিশন, বাংলাদেশ নেপাল চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন, জেলা প্রশাসক, নীলফামারী। তথ্য কমিশনারের একান্ত সচিব সালাউদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) মিল্টন চন্দ্র রায়, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক এম বুলবুল আহম্মেদ বুলু, ডিমলা থানার ওসি রহুল আমিন খান। ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, সহিদুল ইসলাম, ডাঃ অনুপ কুমার রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, ১০ ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার ইতিমধ্যে যে সকল প্রভূত সাফল্য অর্জন করেছে বিশেষ করে মানুষের অর্থনৈতিক স্বচ্চলতা ও সামজিক নির্রাপত্তা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, কৃষি, বিদ্যুৎ, পরিবার পরিকল্পনা, নারী ও শিশু উন্নয়ন, নারী ক্ষমতায়, জলবায়ু পরিবর্তন, দারিদ্র বিমোচন ও কর্মস্থান, তথ্য ও প্রযুক্তির ব্যবহার সহ বিভিন্ন তথ্য বিষয়াদি উক্ত আলোচনা সভায় উপস্থিত সুধীবৃন্দের সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। এর পর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন স্ব-স্ব দপ্তরের এবং উপস্থিত সুধীজন সরকারের সাফল্য ও অগ্রগতি তুলে ধরে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। 

পুরোনো সংবাদ

নীলফামারী 4809629584439399711

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item