দেবীগঞ্জে করতোয়া ব্রীজের রেলিং ভেঙ্গে ওভার লোড মহেন্দ্র নদীতে । আহত এক

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,জেলা প্রতিনিধি,পঞ্চগড়ঃ

দেবীগঞ্জ উপজেলার ৪র্থ চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙ্গে একটি  ওভার লোড মহেন্দ্র ট্রাক্টরের ইঞ্জিন নদীতে পড়ে যায়।
বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক্টর চালক গুরুতর আহত হয়।
৯নং দেবীডুবা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, ডোমার থেকে একটি রড ওএ্যাঙ্গেল বোঝাইওভার লোড মহেন্দ্র ট্রাক্টর সুন্দরদীর্ঘি যাওয়ার পথে করতোয়া সেতুর মাঝখানে ধারণ ক্ষমতার অতিরিক্ত রড ওএ্যাঙ্গেল লোড করার কারনে ট্রাক্টরটির সামনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের রেলিং ভেঙ্গে ইঞ্জিনটি  চালকসহ  নদীতে পড়ে যায়।পরে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত ট্রাক্টর চালক মোঃ হামিদুল ইসলাম (৪৫) পিতা-অজ্ঞাত,গ্রাম-বোড়াগাড়ী,ডোমার,নীলফামারীকে  উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেলে রেফার্ড করেন।
তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান রোকন।
উল্লেখ্য দেবীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন থেকে এসব অবৈধ মহেন্দ্র ট্রাক্টর,নছিমন,ভটভটি ধারণ ক্ষমতার চার থেকে পাচ গুন ওভারলোড করে শহরের প্রধান সড়কের উপর দিয়ে দ্রত গতিতে চলাচল করে এবং বিভিন্ন সময়ে সড়ক দূর্ঘটনা হলেও প্রশাসনের তৎপরতা দেখা যায়না বলে এলাকাবাসী  জানান ।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3147658913958299258

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item