ডোমারের কেতকীবাড়িতে বাল্য বিয়ের আসর থেকে গ্রেফতার ৫ ভ্রাম্যমান আদালতে সাজা


আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>



নীলফামারী ডোমারে বাল্য বিয়ের আসর থেকে ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ! ভ্রাম্যমান আদালতে সাজা। ঘটনাটি ঘটেছে, উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের উত্তর কেতকীবাড়ী গোলাবাড়ী এলাকায়।  ১৬মে সোমবার উক্ত গ্রামের বিশারু মামুদের কন্যা চিলাহাটি সুন্নি দাখিল মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী জহুরা খাতুন(১৩) সাথে দক্ষিণ চান্দখানার মমিনুল ইসলামের পুত্র মতিয়ার রহমান(১৭) সাথে বিয়ে ঠিক হয়। সন্ধ্যায় বরযাত্রী কনের বাড়ীতে আসা মাত্র, গোপন সংবাদের ভিত্তিতে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) এসআই আবু সুফিয়ান, এএসআই খুরশিদ আলম তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছা মাত্রই পুলিশের উপস্থিতি টেরপেয়ে বর পালিয়ে যায়। পরে বিয়ের আসর থেকে কনের পিতা বিশারু মামুদ(৪৫) কনের দুলাভাই ফারুক(২৪) বরের চাচা সুমন(২৮) বরের ভাই আয়নাল(২২) ও মাহাবুব(২৬) কে গ্রেফতার করে পুলিশ। রাত ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সাবিহা সুলতানার কাছে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেক জনকে ১হাজার টাকা করে জরিমানা করে মোট ৫হাজার টাকা আদায় করেন তাদের ছেড়ে দেন। 

পুরোনো সংবাদ

নীলফামারী 9188453216342060605

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item