পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,জেলা প্রতিনিধি,পঞ্চগড়ঃ

সোমবার (২৩ মে) বিকেল সাড়ে ৩টায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সারিয়ালজোত-কানকাটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুজন (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।নিহত সুজন উপজেলার ওই এলাকার সানাউল্লাহ ওরফে সানুর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানায়, দুপুরে ওই সীমান্তের ৪৩৮ মেইন পিলার এলাকায় গরুর খাওয়ার জন্য ঘাস কাটতে যায় সুজন।এ সময় ভারতের লিচুগাছ বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। বিএসএফের ছোড়া গুলি এসে সুজনের বাম পাজোরে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় ওই এলাকার দেলোয়ার নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মো. নওশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 4948313581160457581

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item