সৈয়দপুরে একদিনে ৪০ রোগী হাসপাতালে

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৩০ এপ্রিল॥
নীলফামারীর সৈয়দপুরে প্রচন্ড দাবদাহের কারণে বাড়ছে ডায়রিয়া ও আমাশয়সহ নানা পানিবাহিত রোগ। আজ শনিবার দুপুর পর্যন্ত ৪০ জন রোগী ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত কয়েকদিন ধরে প্রচন্ড দাবদাহ ও রোদের প্রখরতায় লোকজন বাইরে বের হতে পারছেন না। সকালে সামান্য মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে প্রখরতা বাড়ছে। ফলে দুপুরের পর শহরে লোকজনের আনাগোনা আশঙ্কাজনকভাবে কমছে। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ডায়রিয়া, আমাশয় ও পানিবাহিত রোগ নিয়ে আসছেন। এখানে একদিনে ৪০ জন ডায়রিয়া রোগী ভর্তি হওয়ায় স্থান সংকুলান হচ্ছে না।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফুল হক সোহেল জানান, খরতাপে ডায়রিয়া ও আমাশয় রোগে আক্রান্ত হয়ে রোগীরা এখানে আসছেন। রোগীদের সাধ্যমত চিকিতসা সেবা দেয়া হচ্ছে এবং ওষুধ মজুদ রয়েছে বলে জানান তিনি। 

পুরোনো সংবাদ

নীলফামারী 7850930253291523010

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item