সৈয়দপুরে সেই কন্ঠস্বর গ্রন্থের মোড়ক উন্মোচন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী,১ এপ্রিল॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার জীবনী নিয়ে “সেই কন্ঠস্বর” নামের একটি গ্রন্থের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে।বৃহস্পতিবার (৩১ মার্চ)সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ওই  গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে রঙ্গপুর গবেষণা পরিষদ সভাপতি ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান পাটোয়ারী। এ সময়  স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিটন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেই কণ্ঠস্বর গ্রন্থের প্রকাশনা পরিষদ সম্পাদক অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ, সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র আখতার হোসেন বাদল, মুক্তিযোদ্ধা সংসদ সৈয়দপুর উপজেলা কমান্ডার  একরামুল হক সকরার, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নীলফামারী জেলার সভানেত্রী রাবেয়া আলীম, বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর জেলা শাখার শিল্প-সাহিত্য ও গবেষণা সম্পাদক ম. আ. শামীম, ডা. শেখ নজরুল ইসলাম, ডা. মো. খায়রুল বাশার প্রমূখ।অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর জেলা শাখার নির্বাহী সদস্য ডা. মো. মাহবুবুল হক দুলাল।   
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক,জনপ্রতিনিধি ছাড়াও বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 6661869505696139304

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item