কোম্পানি করার পরিকল্পনা বাতিল না হলে রংপুর বিভাগে বিদ্যুৎ কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি


হাজী মারুফঃ



কোম্পানি করার পরিকল্পনা বাতিল না হলে রংপুর বিভাগে বিদ্যুৎ বিভাগের সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।শনিবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে রংপুর বিভাগ বিদ্যুৎ বিতরণ জোন অফিসে এক সমাবেশে বক্তারা এ ঘোষণা দেন।সকাল থেকে  রংপুর বিদ্যুৎ বিতরণ জোনের আট জেলার সব অফিসের কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি করে জোনাল অফিসে সামনে এসে জড়ো হন।মূল ফটকের সামনে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক দিনাজপুর বিদ্যুৎ বিতরণ জোনের নির্বাহী প্রকৌশলী শাহাদত হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক রংপুর জোনের উপ-পরিচালক জয়নাল আবেদীন, সিবিএ নেতা রেজাউল ইসলাম রেজা, সভাপতি ফজর আলী, সেক্রেটারি শাফায়েত হোসেন, শ্রমিক লীগ সভাপতি রহমত আলী, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, মহানগর সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, পিডিবি এখন লাভজনক প্রতিষ্ঠান। কিন্তু এখানে ঘাপটি মেড়ে থাকা বিএনপি-জামায়াতের কিছু দোসর এবং রিটায়ার্ড অফিসাররা বিদ্যুৎ বিভাগকে কোম্পানিতে রূপান্তরের অপচেষ্টা চালাছে। অবিলম্বে তা বন্ধ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। যতক্ষণ পর্যন্ত রংপুর-রাজশাহী বিদ্যুৎ বিতরণ জোনকে কোম্পানিতে রূপান্তর করার ঘোষণা থেকে সরকার সরে না আসবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5569441345315792527

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item