ধনতোলা ঠাকুরপাড়ায় বাসন্তীপূজা ঘিরে গ্রাম জুড়ে বইছে আনন্দের বন্যা

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের হিন্দু অধ্যুষিত এলাকা ধনতোলা ঠাকুর পাড়ায় শ্রী শ্রী বাসন্তীপুজা উৎসবকে ঘিরে গ্রাম জুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। এই প্রথমবারের মত গ্রামে বাসন্তীপুজার আয়োজন হওয়ায় গ্রামের শিশু কিশোর কিশোরী যুবক যুবতী সহ আবাল বৃদ্ধ বনিতাদের মাঝে বইছে আনন্দের বন্্যা। সরেজমিনে কলেজ ছাত্রী বর্ষা, সুখমনি, রঞ্জিতা, শেফালীসহ উৎসুক গ্রামবাসীরা জানান, জন্মের পর গ্রামে বাসন্তীপুজা উৎসব তাই আনন্দটা একটু বেশি। কেননা প্রতিবছর বাসন্তীপুজা উৎসব এলে দীর্ঘপথ অতিক্রম করে পায়ে হেটে কিংবা অটো ভ্যান করে আমাদেরকে মা দুর্গা দেবীকে ভক্তি দর্শন করতে হতো। কিন্তু এবার গ্রামে বাব দাদা কাকারা বাসন্তীপুজার আয়োজন করেছেন। তাই বারবার মা দুর্গাকে দেখতে ও ভক্তি দর্শন করতে পারব বলে আমাদের মাঝে আজ আনন্দের শেষ নেই। জানাগেছে শ্রী শ্রী বাসন্তীপুজা উৎসব বাঙ্গালী সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। আগামী ১৩ই এপ্রিল সন্ধ্যায় ষষ্ঠীপুজা পালনের মধ্য দিয়ে এ উৎসব টানা ৪ দিন পর্যন্ত চলবে। আগামী ১৬ই এপ্রিল বিজয় দশমী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শ্রী শ্রী বাসন্তী পুজার উৎসব। 

পুরোনো সংবাদ

রংপুর 7089188353580421085

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item