পাগলাপীর আদ্দ্বীন একাডেমীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য

হাবিবুর রহমান সেলিম পাগলাপীর থেকেঃ
সদ্যঘোষিত প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষার ফল প্রকাশে ৬ মেধাবী শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করেছেন। জানাগেছে পাগলাপীর আদ্দ্বীন একাডেমী হতে ২০১৫ইং সালের অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৬৬টি জন শিক্ষার্থী অংশগ্রহন করে মেধা তালিকা সহ সকলেই কৃতিত্বের সহিত পাশ করেছেন। এদের মধ্যে এ প্লাস  ৩৯ জন, এ গ্রেড ২৭ জন, সরকারী বৃত্তি ট্যালেন্টপুলে ১জন ও সাধারণ গ্রেডে বৃত্তি ৫জন পেয়েছেন, তারা হলেন (বামদিক থেকে) মোয়াজ্জেমা আক্তার,  সানজিদা আক্তার সৃষ্টি, সামিয়া হোসেন, তাহিরা আলম, মেহেদী হাসান, ও ইউসুফ আলী । এদিকে বৃত্তি প্রাপ্ত সামিয়া হোসেন রোল নং - ১১৬১, পিতাঃ সোহরাব হোসেন, জেনারেল ম্যানেজার রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ পাগলাপীর রংপুর।  ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছেন, বড় হয়ে ডাক্তার হতে চায়, সে সকলের কাছে দোয়া কামনা করছেন। ইউসুফ আলী রোল নং- ১১২৪, পিতাঃ লিয়াকত আলী, হরকলি পাগলাপীর রংপুর। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়, সে সকলে কাছে দোয়া কামনা করছেন। মেহেদী হাসান, রোল নং- ১১৩২, পিতাঃ আব্দুল মালেক, পাগলাপীর রংপুর। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন, বড় হয়ে ডাক্তার হতে চায়, সে সকলের কাছে দোয়া কামনা করছেন। মোয়াজ্জেমা আক্তার, রোল নং- ১১৫৭, পিতাঃ মাসুদ রানা, হরকলি পাগলাপীর রংপুর। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে, বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়, সে সকলের কাছে দোয়া কামনা করেছেন। তাহিরা আলম, রোল নং- ১১৫৯, পিতাঃ আশরাফুল আলম, গংগাহরি মহানগর রংপুর।  সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে, বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়, সে সকলের কাছে দোয়া কামনা করেছেন। সানজিদা আক্তার সৃষ্টি, রোল নং- ১১৬০, পিতাঃ শরিফুল ইসলাম, গংগাহরি মহানগর রংপুর। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। বড় হয়ে ডাক্তার হতে চায়, সে সকলের কাছে দোয়া কামনা করেছেন। অপর দিকে অধ্যক্ষ মোঃ আব্দুল বাতেন ও সকল শিক্ষক পরিচালকবৃন্দ প্রতিষ্ঠানের এ সাফল্যের এ ধারাবাহিকতা অব্যহত রাখতে পাগলাপীর সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2654151190022954528

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item