পাগলাপীরে শুরু হয়েছে বোরো ধানের কাটামাড়াই

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরে শুরু হয়েছে সেচ নির্ভর ইরি বোরো ধানের কাটামাড়াই। তবে পুরোপুরি কাটামাড়াই শুরু হতে সপ্তাহ খানেক সময় লাগবে বলে আশা করা যাচ্ছে। এদিকে বোরো ধান কাটামাড়াই শুরু হওয়ায় অঞ্চলের কৃষকের সঙ্গে তাল মিলিয়ে কৃষি শ্রমিক কামলা কিষাণেরাও ব্যস্ত হয়ে পড়ছেন ধান কাটামাড়াইর কাজে। জানাগেছে চলতি মৌসুমে পাগলাপীর অঞ্চলের ক্ষুদ্র বর্গা সহ প্রান্তিক কৃষকরা নানা প্রতিকূলতা মোকাবেলা করে জমিতে বোরো ধানের বাম্পার ফলন ফলিয়েছে। ইতিমধ্যে কৃষকরা জমি থেকে ২৮ জাতের ধানের কাটামাড়াই শুরু করেছে। তবে হাটবাজারে ধানের মূল্য নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বর্তমানে পাগলাপীর বন্দর সহ অঞ্চলের বিভিন্ন হাটবাজারে ২৮ জাতের ধানের মণ ৪শ টাকা দরে বিক্রি হচ্ছে। ধানের এই মূল্য অব্যহত থাকলে খরচ পুশিয়ে নেওয়া কৃষকের দুঃসাধ্য হয়ে পড়বে।

পুরোনো সংবাদ

রংপুর 886215259301251193

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item